ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘সর্দার বল্লভ ভাই প্যাটেলের নীতি ও আদর্শ এখনও অনুকরণীয়

প্রকাশিত: ০৮:৫৬, ১ নভেম্বর ২০১৭

‘সর্দার বল্লভ ভাই প্যাটেলের  নীতি ও আদর্শ এখনও অনুকরণীয়

কূটনৈতিক রিপোর্টার ॥ সর্দার বল্লভ ভাই প্যাটেলের নীতি ও আদর্শ এখনও অনুকরণীয়। তিনি ছিলেন একজন মহান রাজনীতিবিদ। তার ধর্মনিরপেক্ষ আদর্শ ও দেশপ্রেম আজও মানুষকে উদ্বুদ্ধ করে। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ভারতীয় প্রখ্যাত রাজনীতিবিদ সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। এতে আরও বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত ড. নিমচন্দ্র ভৌমিক, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি অধ্যাপক ইমেরিটাস ড. এ কে আজাদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুবীর কুশারি। প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সর্দার ভাই প্যাটেল ছিলেন একজন মহান রাজনীতিবিদ। আমরা এখনও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে থাকি। তবে ১৯৭৫ সালের পর বাংলাদেশে চাপিয়ে দেয়া রাজনীতির সংস্কৃতি শুরু হয়। আর এই চাপিয়ে দেয়া রাজনীতির কারণেই ত্যাগী ও আদর্শবাদী নেতার অভাব হয়ে পড়ে বলে তিনি মন্তব্য করেন। ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারতের রাজনীতিতে বল্লভ ভাই প্যাটেল ছিলেন একজন সত্যিকার আদর্শবাদী রাজনীতিবিদ। তার দেশপ্রেম ও আদর্শের কোন তুলনা হয় না। তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে বলে তিনি জানান।
×