ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িক প্রশ্ন করায় কেন শাস্তি নয়-রুল জারি

প্রকাশিত: ০৮:৫৫, ১ নভেম্বর ২০১৭

সাম্প্রদায়িক প্রশ্ন করায় কেন শাস্তি নয়-রুল জারি

স্টাফ রিপোর্টার ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় সাম্প্রদায়িক প্রশ্ন প্রণয়নে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তার প্রতিবেদন আগামী ৩০ দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। মঙ্গলবার এ বিষয়ে করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চারুকলা অনুষদের ডিনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনটি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সুপ্রীমকোর্টের আইনজীবী রফিক আহমেদ সিরাজী।
×