ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিচারপতি জয়নুলের দুর্নীতি

দুদকে সুপ্রীমকোর্টের চিঠি নিয়ে শুনানি শেষ ॥ যে কোন দিন রায়

প্রকাশিত: ০৮:৫৪, ১ নভেম্বর ২০১৭

দুদকে সুপ্রীমকোর্টের চিঠি নিয়ে শুনানি শেষ ॥ যে কোন দিন রায়

স্টাফ রিপোর্টার ॥ আপীল বিভাগের সাবেক বিচারপতি মোঃ জয়নুল আবেদীনের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান বন্ধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সুপ্রীমকোর্টের দেয়া চিঠি কেন বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে মঙ্গলবার। রায় ঘোষণার জন্য সিএভি রাখা হয়েছে। অর্থাৎ আদালত যে কোন দিন রায় ঘোষণা করবে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। এ্যামিকাস কিউরি হিসেবে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন তার অভিমত তুলে ধরেন। এ সময় আদালতে বিচারপতি জয়নুল আবেদীনের পক্ষে ব্যারিস্টার মইনুল হোসেন, দুদকের পক্ষে এ্যাডভোকেট খুরশীদ আলম খান এবং সুপ্রীমকোর্টের চিঠি আদালতের নজরে আনা আইনজীবী এ্যাডভোকেট বদিউজ্জামান তরফদার উপস্থিত ছিলেন। মঙ্গলবার শুনানিতে জয়নুল আবেদীন বলেন, এ চিঠি সুপ্রীমকোর্ট বা প্রধান বিচারপতির আদেশ নয়। দুদককে দেয়া চিঠিতে ‘সুপ্রীমকোর্ট মনে করে’-এ কথাগুলোও লেখা ঠিক হয়নি। কারণ এটা সুপ্রীমকোর্টের কোন বিভাগের (আপীল বিভাগ বা হাইকোর্ট বিভাগ) আদেশ নয়। প্রধান বিচারপতির নির্দেশক্রমে এ চিঠি দেয়া হলো, এমন কথাতো বলা হয়নি। এ সময় আদালত তার কাছে জানতে চায়, সুপ্রীমকোর্টের সকল প্রশাসনিক ক্ষমতা প্রধান বিচারপতির হাতে। তাই যে কোন প্রশাসনিক আদেশতো তার নির্দেশেই হওয়ার কথা।
×