ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিজিওথেরাপির জন্য আনিসুল হককে রিহ্যাবে স্থানান্তর

প্রকাশিত: ০৮:৩৮, ১ নভেম্বর ২০১৭

ফিজিওথেরাপির জন্য আনিসুল হককে রিহ্যাবে স্থানান্তর

স্টাফ রিপোর্টার ॥ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে ফিজিওথেরাপি দেয়ার জন্য রিহ্যাবে নেয়া হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হককে। মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় বেলা ১২টার দিকে তাকে আইসিইউ থেকে রিহ্যাবে নেয়া হয়েছে। আগের চেয়ে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার পারিবারিক সূত্র। পারিবারিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে এমন তথ্য জানিয়েছেন মেয়রের ব্যক্তিগত একান্ত সহকারী মিজানুর রহমান। তিনি বলেন, মেয়রের শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল। তিনি এখন শ্বাস নিতে পারছেন। তাকে আইসিইউ থেকে ফিজিওথেরাপি দেয়ার জন্য রিহ্যাবে নেয়া হয়েছে। সেখানে তাকে শারীরিক ব্যায়াম করানো হবে। এরপর তার পরবর্তী চিকিৎসা শুরু হবে। তিনি আরও জানান, ডাক্তাররা জানিয়েছেন মেয়র এখন শঙ্কামুক্ত আছেন। মেয়রের পারিবারিক সূত্র জানায়, তিনি আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। দেশে চিকিৎসকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি।
×