ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো-খবর

প্রকাশিত: ০৬:২৩, ১ নভেম্বর ২০১৭

টুকরো-খবর

উপজেলা চেয়ারম্যান সাসপেন্ড স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াতের নবাবগঞ্জ উপজেলার সাবেক আমির নূরে আলম সিদ্দিকীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ২৯ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রেরিত এক চিঠিতে ওই বরখাস্তের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি পথচারীদের মারপিট ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং হাত বোমা ফাটিয়ে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহত করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ সংক্রান্ত চিঠি তিনি পেয়েছেন। ছাত্র হত্যাকারীদের ফাঁসির দাবি নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৩১ অক্টোবর ॥ সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজের বিবিএ ২য় বর্ষের ছাত্র রবিউল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে সুজানগর উপজলার সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম ফারুক রেজা হাবিব, প্রভাষক আতিকুল রহমান পিন্টু, মোতালেব হোসেন, আব্দুল লতিফ, শাহবুদ্দিন, শিবলি ইমরান, শাহিন প্রমুখ। বক্তারা অবিলম্বে মেধাবী ছাত্র রবিউল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবি করেন। উল্লেখ্য, সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট গ্রামের আব্দুল মালেক শেখের ছেলে মেধাবী ছাত্র রবিউল ইসলাম চলতি বছরের ২০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ হয়। ২৭ সেপ্টেম্বর দুপুরে মুঠোফোনে ৫০ হাজার টাকার মুক্তিপণ দাবি করে বলা হয়, মুক্তিপণের টাকা না দিলে রবিউলকে হত্যা করা হবে। সংঘর্ষ ॥ আহত ১৫ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে পারিবারিক রাস্তা নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় আড়াইহাজার উপজেলা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, আড়াইহাজার উপজেলা সদর এলাকার বিশ্বনাথ ভৌমিকের সঙ্গে ও তার চাচাত ভাই উত্তম ভৌমিকের সঙ্গে পারিবারিক রাস্তা নিয়ে বেশকিছু দিন ধরে উত্তেজনা চলছিল। সম্প্রতি আড়াইহাজার পৌর মেয়র হাবিবুর রহমান উদ্যোগ নিয়ে রাস্তা নেয়ার সিদ্ধান্ত দেয়। কিন্তু বিশ্বনাথ ভৌমিক গং এ সিদ্ধান্ত অগ্রাহ্য করে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বিরোধপূর্ণ জায়গায় বিশ্বনাথ ভৌমিক পক্ষে ওই জায়গায় দেয়াল নির্মাণ করতে শুরু করলে উত্তম ভৌমিক পক্ষ তাতে বাধা দেয়। এই বাধা দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। লুটপাটের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৩১ অক্টোবর ॥ গোসাইরহাট পৌরসভার লাখ লাখ টাকা হরিলুটের প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তা। দুর্নীতির দায়ে ইতোমধ্যে শাস্তিমূলক বদলি হওয়া পৌরসভার সাবেক সচিব আব্দুল আলীম ও বর্তমান হিসাবরক্ষক অমরেশ কুমার সরকারের ট্যাক্স ও ভ্যাট ফাঁকি দিয়ে, বিভিন্ন ভুয়া বিল-ভাউচার করে লাখ লাখ টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন। পৌরসভার সচিব ও হিসাবরক্ষক অমরেশ কুমারের যোগসাজশে পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীর ৯ মাসের পিএফ ও গ্র্যাচুইটির টাকাসহ চেক জালিয়াতির মাধ্যমে এবং পৌরসভায় ১০ সুইপারের ভুয়া নিয়োগ দেখিয়ে এক বছর যাবত তাদের নামে লাখ লাখ টাকা উত্তোলন করেছেন। জেলা প্রশাসকের নির্দেশে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত তদন্ত কর্মকর্তা শরীয়তপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান তদন্ত কাজ করতে গিয়ে এসব দুর্নীতির প্রমাণ পেয়েছেন। ফলে পৌরসভাকে প্রায় পাঁচ কোটি টাকার দেনার তলে ফেলেছেন তারা। তদন্ত কর্মকর্তা আল ইমরান বলেন, আমরা সব ভুয়া বিল-ভাউচারের কপি সংগ্রহ করেছি। সরকারের লাখ লাখ টাকা হরিলুটের প্রমাণ পেয়েছি।
×