ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে আওয়ামী লীগের সংঘর্ষ ॥ আহত ১২

প্রকাশিত: ০৬:২২, ১ নভেম্বর ২০১৭

খাগড়াছড়িতে আওয়ামী লীগের সংঘর্ষ ॥ আহত ১২

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের ১২ জন আহত হয়েছে। সোমবার রাতে শ্রমিক লীগের এক নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টায় প্রতিবাদ মিছিল বের করে স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার সমর্থকরা। মিছিলকারীদের প্রতিহত করতে প্রতিপক্ষ খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের সমর্থকরা মিছিল বের করে। আদালত সড়কের মাস্টারপাড়া মুখ এলাকায় উভয়পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। এএসপি হেড কোয়ার্টার আব্দুল আউয়াল জানান, সংঘর্ষ থামাতে গিয়ে একজন এসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে। সিলেটে প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ দক্ষিণ সুরমা মোল্লারগাঁও ইউনিয়নের খালোপার গ্রামে একটি বসতঘর দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের দেয়া আগুনে ঘরের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। সোমবার রাতে লন্ডন প্রবাসী সুমন আহমদের বাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটে। কুষ্টিয়ায় যুবলীগের সম্মেলন নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩১ অক্টোবর ॥ প্রায় দুই যুগ পর কুষ্টিয়া জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া স্টেডিয়ামে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি নেত্রী ৩০ লাখ টাকার ত্রাণ দিতে গিয়ে কোটি টাকার তেল খরচ করেছেন। বেগম খালেদা জিয়ার নাকি শরীর খারাপ। তাই যদি হতো তাহলে তো তিনি গাড়িতে না গিয়ে প্লেনে যেতেন। তারা আসলে ষড়যন্ত্রে ব্যস্ত। যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। বক্তব্য রাখেন এমপি রেজাউল হক চৌধুরী, এমপি আব্দুর রউফ, সাবেক এমপি বেগম সুলতানা তরুণ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ। কুমিল্লায় মা-ছেলেসহ তিন রোহিঙ্গা আটক নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩১ অক্টোবর ॥ মা-ছেলেসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে জেলার চৌদ্দগ্রাম বাজারে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা হচ্ছে- মিয়ানমারের মংডু জেলার মেরুল্লাহ থানার গোড়াখালী গ্রামের জাফর হোসেনের স্ত্রী নাছিমা খাতুন, তার ছেলে আরশাদ হোসেন ও একই গ্রামের জাহেদ হোসেনের ছেলে সাইজেদ হোসেন । ভর্তি পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধি নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় ২ নবেম্বর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট এ প্রচারিত নিয়মাবলী অনুসারে অনলাইনে আবেদন করতে পারবে। আওয়ামী লীগ প্রার্থী জয়ী নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ৩১ অক্টোবর ॥ সোমবার চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মোঃ ইসমাঈল হোসেন ১২ হাজার ৭২ ভোট পেয়ে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হয়েছেন।
×