ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:২০, ১ নভেম্বর ২০১৭

নাটোরে এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩১ অক্টোবর ॥ মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সাজেদুর রহমান খানকে অমুক্তিযোদ্ধা, রাজাকার বলায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগের একাংশ। মঙ্গলবার প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাজেদুর রহমান চাঁদ, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক চিত্তরঞ্জন সাহা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৭ অক্টোবর রাতে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার উত্তরা গণভবনে এসেছেন শুনে জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খানসহ নেতৃবৃন্দ সার্কিট হাউসে যান। এ সময় সাজেদুর রহমান খান প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে নাটোরে আগমনের বিষয়টি নেতাকর্মীদের না জানানোর কারণ জানতে চান। এ সময় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ক্রোধান্বিত হয়ে সাজেদুর রহমান খানকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জন্য দায়ী করে অমুক্তিযোদ্ধা ও রাজাকার বলেন।
×