ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাভারে ট্রাকচাপায় দুই ট্রাকচালক নিহত

প্রকাশিত: ০৬:২০, ১ নভেম্বর ২০১৭

সাভারে ট্রাকচাপায় দুই ট্রাকচালক নিহত

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩১ অক্টোবর ॥ সাভারে ট্রাকচাপায় অপর দু’ট্রাক চালক নিহত হয়েছে। সোমবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন রেডিওকলোনি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- শাহ সিমেন্টের গাড়িচালক সোহান হাওলাদার (২০) ও আলাউদ্দিন মিয়া (২১)। এছাড়া, সোমবার বিকেলে অপর এক সড়ক দুর্ঘটনায় আহত ছাত্র চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মারা যায়। ওই দুর্ঘটনায় সিফাত আহমেদ প্রান্ত (২৬) নামের অপর এক ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়। জানা গেছে, এদিন গভীর রাতে শাহ সিমেন্টের গাড়িচালক সোহান হাওলাদারের ট্রাকটি রেডিওকলোনি বাসস্ট্যান্ড এলাকায় নষ্ট হয়ে যায়। পরে মালিক পক্ষকে ফোন করলে বিকল ট্রাকটি উদ্ধারে অপর একটি ট্রাক সেখানে পাঠানো হয়। ওই ট্রাকটির চালক আলাউদ্দিন মিয়া নষ্ট ট্রাকটি তার ট্রাকটিতে বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় রশি ছিঁড়ে গেলে ঠিক করার জন্য ট্রাকটির পাশে দাঁড়ায় দু’চালক। এ সময় পিছন থেকে আসা দ্রুতগতির একটি সবজি বোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। নিহত দু’চালক গাবতলীর দীপনগর এলাকায় থাকত। অপরদিকে, এদিন বিকেলে মহাসড়কের ‘পাকিজা’ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসিম পাভেলের ছেলে এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এ্যান্ড টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবু ফজল নঈম (তৃপ্ত) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে মারা যায়। নিহত চালক সোহান হাওলাদার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কোপালভেড়া গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। অপর চালক আলাউদ্দিনের বাড়ি কুমিল্লা জেলার হাজীগঞ্জ থানার বলিয়ারাজাপুর গ্রামে। সীতাকুন্ডে শিশু নিজস্ব সংবাদদাতা সীতাকুন্ড থেকে জানান, সীতাকুন্ডে পুলিশকে উৎকোচ না দিয়ে বেপরোয়া চালাতে গিয়ে গাড়ি উল্টে নিহত হয়েছে ৫ম শ্রেণীর এক ছাত্র। তার নাম তারেক রহমান(১০)। মঙ্গলবার সকালে উপজেলার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির শুকতারা পয়েন্ট গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের গণধোলাই দেয়। জানা যায়, নিহত তারেক ওই এলাকার আলী আকবরের পুত্র। সে ফৌজদারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয় এলাকায়। স্থানীয় লোকজন চড়াও হয় পুলিশের ওপর। এলাকাবাসীর পিটুনিতে আহত হয় কয়েক পুলিশ সদস্য। উদ্ভূত পরিস্থিতি অভিযুক্ত পুলিশ সদস্যদের উদ্ধার করে ভাটিয়ারি বিএসবিএ হাসপাতালে ভর্তি করেন অন্য সদস্যরা। গণধোলাইয়ের স্বীকার পুলিশ সদস্যরা আবুল কাসেম, মনিরুল ইসলাম ও আলমগীর। মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পুলিশ সংবাদদাতা মীরসরাই, চট্টগ্রাম থেকে জানান, বারইয়ারহাট রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য চাথোয়াই অং মারমা (৪১)। তিনি ফেনীর বোগদাদীয়া হাইওয়ে ফাঁড়ির কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার সঙ্গে পুলিশের একটি পরিচয়পত্রও পাওয়া গেছে।
×