ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইকবাল সোবহানের চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময়

প্রকাশিত: ০৬:১৯, ১ নভেম্বর ২০১৭

ইকবাল সোবহানের চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আমরা মিডিয়ার স্বাধীনতা যেমন চাই তেমনিভাবে মিডিয়া যেন অপপ্রচার, মিথ্যাচার ও বিভ্রান্তির হাতিয়ার না হয় সেদিকেও সজাগ থাকতে হবে। মিডিয়ার নিরপেক্ষতার কথা বললেও এই নিরপেক্ষতা কিন্তু আপেক্ষিক। এমন কিছু বিষয় আসে যে ক্ষেত্রে নিরপেক্ষ থাকার সুযোগ থাকে না। উগ্র সাম্প্রদায়িক শক্তি যদি চলমান সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাহলে সে শক্তিকে রুখে দাঁড়াতে হবে। মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে কথাগুলো বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, মুক্ত তথ্য প্রবাহের কল্যাণে বর্তমানে ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সুফল দেশের জনগণ ভোগ করছেন। প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদউল আলম, সিইউজে সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিএফইউজে যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী এবং দৈনিক প্রথম আলোর উপবার্তা সম্পাদক ওমর কায়সার। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক প্রমুখ।
×