ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে হত্যার দায়ে দুইজনের ফাঁসি

প্রকাশিত: ০৬:১৮, ১ নভেম্বর ২০১৭

গাজীপুরে হত্যার দায়ে দুইজনের ফাঁসি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাপাসিয়ায় ভাতিজির সঙ্গে প্রেম করতে বাঁধা দেয়ায় চাচাকে খুনের ঘটনায় দুই আসামিকে ফাঁসির দন্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় প্রদান করেন। এছাড়া রায়ে প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মামলার অন্য একটি ধারায় হত্যার পর লাশ গোপন করার অপরাধে তাদের উভয়কে আদালত ৫ বছরের সশ্রম কারাদ- ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাস করে সশ্রম কারাদন্ড প্রদান করে। মৃত্যুদন্ড-প্রাপ্ত আসামিরা হলো- কাপাসিয়ার তরগাঁও মধ্যপাড়া এলাকার মোঃ মোস্তফার ছেলে মোঃ শাকিল (২৩) ও একই থানার তরগাঁও ঋষিপাড়া এলাকার স্বপন চন্দ্র মনিদাসের ছেলে সঞ্জীবন চন্দ্র মনিদাস। উল্লেখ্য, কাপাসিয়া থানার তরগাঁও (ঋষিপাড়া) এলাকার মৃত অর্জুন চন্দ্র মনিদাসের ছেলে উজ্জল চন্দ্র মনিদাস চিনাডুলি বাঘিয়া মোড় বাজারে আতিকুলের গ্রিল ওয়ার্কসপে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। সে গত ২০১৬ সালের ১৭ ডিসেম্বর বিকেলে বের হয়ে আর বাড়ি ফিরেনি। দুই দিন পর ১৯ ডিসেম্বর বিকেলে স্থানীয় জুনিয়া নামক স্থানে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে কাপাসিয়া থানা পুলিশ।
×