ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উত্তরা গণভবনের গাছ কাটায় ঠিকাদার জেলহাজতে

প্রকাশিত: ০৬:১৭, ১ নভেম্বর ২০১৭

উত্তরা গণভবনের গাছ কাটায় ঠিকাদার জেলহাজতে

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩১ অক্টোবর ॥ উত্তরা গণভবনের শত বছরের ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় ঠিকাদার সোহেল ফয়সালকে জেলহাজতে পাঠিয়ে আদালত। মঙ্গলবার দুপুরে ঠিকাদার সোহেল ফয়সাল অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করে। পরে জামিন নামঞ্জুর করে বিচারক রবিউল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত শুক্রবার রাতে জেলা প্রশাসনের সহকারী নাজির মমতাজ আলী বাদী হয়ে ঠিকাদার সোহেল ফয়সালকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি গণভবনের ভেতরের শত বছরের ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান ও গণপূর্তের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ঠিকাদার সোহেল ফয়সাল টেন্ডারের অতিরিক্ত ১০৯২ ঘনফুট কাঠ ও ১৪২ ঘনফুট গাছের ডালপালা কেটে নেয়, তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে যার সত্যতা পাওয়া যায়।
×