ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো-খবর

প্রকাশিত: ০৬:১৬, ১ নভেম্বর ২০১৭

টুকরো-খবর

স্কুলছাত্রীকে অপহরণ নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৩১ অক্টোবর ॥ ভেদরগঞ্জ উপজেলার মোল্লারহাট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী শিল্পী আক্তারকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের অভিযোগ উঠেছে স্থানীয় মোল্লারহাট বাজারের প্রভাবশালী মিষ্টি ব্যবসায়ী জয়দেব সাহার ছেলে শুভসাহার বিরুদ্ধে। শিল্পী আক্তার একই উপজেলার সাতগাজীপুর গ্রামের দিনমজুর দুলাল খানের মেয়ে। এ ঘটনায় মঙ্গলবার সকালে মোল্লারহাট বাজারে অপহরণকারী শুভসাহা ও তার সহযোগীদের বিচারের দাবিতে স্থানীয় বাজার ব্যবসায়ীসহ ৫ শতাধিক লোক বিক্ষোভ প্রদর্শন করে। হিন্দু ছেলে কর্তৃক মুসলিম মেয়ে অপহরণের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার সৈয়দ মোল্লা, রমাল্লারহাট বাজারের ব্যবসায়ী হাজী কামাল উদ্দিন মোল্লা, জামাল বেপারিসহ স্থানীয়রা জানিয়েছে, এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে তারা বড় ধরনের আন্দোলনে যাবেন। স্থানীয় ও মোল্লারহাট বাজার সূত্রে জানা গেছে, বাজারের মিষ্টি ও কাপড় ব্যবসায়ী জয়দেব সাহার ছেলে শুভসাহা তার বন্ধু নুরুজ্জামন ও অন্য সহযোগীদের সহায়তায় রবিবার সকালে শিল্পী আক্তারকে বিদ্যালয় থেকে যাওয়ার পথে অপহরণ করে। শিল্পির পিতা দুলাল খান বলেন, আমি আমার মেয়ে অপহরণকারীদের বিচার চাই। শিক্ষক অপসারণের দাবি সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৩১ অক্টোবর ॥ পীরগঞ্জ উপজেলার ক্ষিদ্র গড়গাঁও গ্রামে বেসরকারী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনকে অপসারণের দাবিতে মঙ্গলবার দুপুরে এলাকাবাসী মানববন্ধন করেছেন। ওই শিক্ষক দীর্ঘদিন ধরে স্কুলে ভুয়া ছাত্রছাত্রী দিয়ে উপবৃত্তির টাকা উত্তোলন করে আত্মসাত করা, সরকারী বই খোলা বাজারে বিক্রি করা, দুর্নীতির মাধ্যমে নিয়োগ নেয়া, তার বিরুদ্ধে আদালতে মামলা হওয়াসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণ চেয়ে এলাকাবাসী মানববন্ধন করেন। কালকিনিতে অবৈধ ড্রেজার ধ্বংস নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৩১ অক্টোবর ॥ উপজেলার পালরদি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় দুইটি ড্রেজার পুড়িয়ে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে পুড়িয়ে দেয়া হয়। জানা গেছে, সরকারের নির্দেশকে কোন তোয়াক্কা না করে একটি বালুদস্যুর দল অবৈধ ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে। এ বিষয়ে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সব ড্রেজার পুড়িয়ে দেন। এ সময় বালুদস্যুরা টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। খুলনায় নারী নেত্রীদের সম্মেলন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মঙ্গলবার খুলনা প্রেসক্লাব মিলনায়তনে নারী নেত্রীদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সমাজের অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ। তাই এদেশের সামগ্রিক উন্নয়নের জন্য নারীদের সমঅধিকারের ভিত্তিতে সব কাজে সমান অংশগ্রহণ জরুরী। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার এবং ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আলী মুনসুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন খুলনার সভাপতি অধ্যাপক জাফর ইমাম। এই নারী সম্মেলনে বিপুল সংখ্যক নারী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ইয়াবাসহ আটক এক নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৩১ অক্টোবর ॥ মাদারীপুরের কালকিনিতে সুমন দত্ত নামের এক আওয়ামী লীগ নেতার ছেলেকে ১০০ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়। সে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভজন দত্তের ছেলে। পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিকালে পৌর এলাকার মজিদবাড়ি বাজার থেকে তাকে আটক করে। কচুয়ায় দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৩১ অক্টোবর ॥ উপজেলার রহিমানগর বাজারে অগ্নিকা-ে দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোরে এসিআই এ্যাগ্রো কোম্পানির ডিলারের দোকান আলী এন্টারপ্রাইজ-১-এ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীগণ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
×