ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ প্রকাশের পর ঠাকুরগাঁওয়ের আশার দায়িত্ব নিলেন এক প্রবাসী

প্রকাশিত: ০৬:১৫, ১ নভেম্বর ২০১৭

সংবাদ প্রকাশের পর ঠাকুরগাঁওয়ের আশার দায়িত্ব নিলেন এক প্রবাসী

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩১ অক্টোবর ॥ ‘মেডিক্যালে ভর্তি হওয়ার পরেও আশার স্বপ্ন মরীচিকায় পরিণত হওয়ার মতো’ এই শিরোনামে ‘দৈনিক জনকণ্ঠে’ সংবাদ প্রকাশের পর আশা’র পড়াশোনার দায়িত্ব নিলেন এক আমেরিকা প্রবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রবাসী জানান, সীমান্তবর্তী ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মেধাবী শিক্ষার্থী আশা। তার মেডিক্যালে ভর্তি হওয়ার পর পড়াশুনা অনিশ্চিত খবরটি আমার মনে নাড়া দেয়। তখন সিদ্ধান্ত গ্রহণ করি দরিদ্র মেধাবী আশার মেডিক্যাল শেষ হওয়া পর্যন্ত খরচ আমি দেব। পরে ঠাকুরগাঁওয়ের ওই আশার সঙ্গে যোগাযোগ করে কথা বলে তার মা অর্জিনা বেগম রাজি হয়। ক্লাস শুরু হওয়ার পর থেকে আশার ব্যাংক এ্যাকাউন্টে প্রতিমাসের খরচ পাঠিয়ে দেয়া হবে। মানবপ্রেমী ওই প্রবাসীর ঘনিষ্ঠ ব্যক্তি রাজশাহীর উদয়ন ডেন্টাল কলেজের প্রিন্সিপাল ডাঃ ওবায়দুর রহমান চৌধুরী জানান, নাম প্রকাশে অনিচ্ছুক ওই আমেরিকা প্রবাসী ব্যক্তিটি আমাদের দেশের অনেক হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছেন। তার সহায়তায় দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে অনেক শিক্ষার্থী ডাক্তার হয়ে বের হয়েছে আবার অনেক পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। জনকণ্ঠে সংবাদটি দেখার পর সে দায়িত্ব নেয়ার কথা বলেন। পরবর্তীতে আশার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে একমত হন তার মা অর্জিনা। আশার মা অর্জিনা বেগম জানান, অনেক কষ্ট করে মেয়েটিকে এই পর্যন্ত নিয়ে এসেছি। মেডিক্যালে পড়াশোনার খরচ নিয়ে খুবই চিন্তিত ছিলাম।
×