ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউপি মেম্বারের নির্যাতনের শিকার কিশোরীর আত্মহত্যা

প্রকাশিত: ০৬:১৫, ১ নভেম্বর ২০১৭

ইউপি মেম্বারের নির্যাতনের শিকার কিশোরীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩১ অক্টোবর ॥ সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের এক ইউপি মেম্বারের নির্যাতনের শিকার হয়ে হাফসানা আক্তার (১৫) নামের এক কিশোরী বিষ খেয়ে আত্মহত্যা করেছে। মাদ্রাসাছাত্রী হাফসানা ওই ইউনিয়নের নাটেরকোনা গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। মঙ্গলবার সকালে এ বিষয়ে কিশোরীর মা মঞ্জুরা খাতুন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মৌগাতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ ডেন্ডু গত ইউপি নির্বাচনের সময় হাফসানার বাবা জয়নাল আবেদীনের কাছ থেকে এক লাখ টাকা ধার নেন। পরবর্তীতে বারবার তাগাদা দেয়া সত্ত্বেও তিনি পাওনা পরিশোধে টালবাহানা করছিলেন। রবিবার জয়নাল উদ্দিন, তার স্ত্রী মঞ্জুরা খাতুন ও মেয়ে হাফসানা আক্তার পাওনা টাকা চাইতে ডেন্ডু মেম্বারের বাড়িতে যান। এ সময় ডেন্ডু মেম্বার লাঠি নিয়ে তাদের ওপর চড়াও হন এবং তাদের মারধর করেন। এ অপমান, লজ্জা ও ক্ষোভ সইতে না পেরে কিশোরী হাফসানা সোমবার সকালে বিষ খায়। পরে অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
×