ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বুলাওয়ে টেস্ট

টেল এন্ডারদের ব্যাটে ম্যাচে ফিরল উইন্ডিজ

প্রকাশিত: ০৬:১০, ১ নভেম্বর ২০১৭

টেল এন্ডারদের ব্যাটে ম্যাচে ফিরল উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ বুলাওয়ে টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুইয়ের ৩২৬-এর জবাবে এক পর্যায়ে ২৩০ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে সফরকারীদের ম্যাচে ফিরিয়েছেন শেন ডরিচ ও জেসন হোল্ডার। মঙ্গলবার তৃতীয়দিনের তৃতীয় সেশনে এ রিপোর্ট লেখার সময় সেই ৭ উইকেটেই ক্যারিবীয়দের সংগ্রহ ৩২৯। বিপর্যয় কাটিয়ে ৩ রানের লিড জেসন হোল্ডারের দলের। আট নম্বরে নামা ডরিচ ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৫৪ রানে ব্যাট করছিলেন। হাফ সেঞ্চুরির অপেক্ষায় থাকা হোল্ডারের নামের পাশে ৪৭। তার আগে অত্যন্ত ধীরলয়ের ব্যাটিংয়ে অতিথিদের ম্যাচে ধরে রাখেন কাইরেন পাওয়েল ও শাই হোপ। মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি পাননি পাওয়েল। ক্যারিবীয় ওপেনার ৯০ রান করে আউট হওয়ার আগে খেলেছেন ২৩০ বল। শাই হোপ ১০১ বলে করেন ৪০ রান। সফরকারীদের ব্যাটিং এতটাই মন্থর ছিল যে এক পর্যায়ে ৯০ ওভারে মাত্র ১৮৮ রান তুলতে পেরেছিল তারা। জিম্বাবুইয়ের হয়ে ক্যারিয়ারে প্রথমবারে মতো ৫ উইকেট নিয়েছেন স্পিন বোলিং-অলরাউন্ডার সিকান্দার রাজা। প্রথম ইনিংসে ব্যাট হাতেও ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন পাকিস্তানের শিয়ালকোটে জন্ম নেয়া জিম্বাবুইয়ের প্রতিভাবান এই ক্রিকেটার। পিটার মুরের ৫২ ছাড়া হ্যামিল্টন মাসাকাদজার সেঞ্চুরিটাও (১৪৭) আলোচিত। উল্লেখ্য, দুই টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।
×