ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোহলির প্রশংসায় গ্রেট গাভাস্কার

প্রকাশিত: ০৬:০৬, ১ নভেম্বর ২০১৭

কোহলির প্রশংসায় গ্রেট গাভাস্কার

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যাট হাতে ধারাবাহিক সাফল্যের জন্য সুনীল গাভাস্কারকে বলা হতো ‘মিস্টার কনসিস্টেন্ট’। বর্তমান অধিনায়ক বিরাট কোহলির ধারাবাহিকতা দেখে সেই তিনিও মুগ্ধ, ‘ব্যাট হাতে বিরাটের ধারাবাহিকতা অভাবনীয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওর ব্যাটিং দেখতে দেখতে মনে হচ্ছিল যেন কিছুতেই সেঞ্চুরি মিস করবে না।।’ সংবাদ মাধ্যমকে বলেন গাভাস্কার। তিনি আরও যোগ করেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগের সিরিজে সেঞ্চুরি না পাওয়ায় দ্রুত শিক্ষা নিয়েছে। সেটাও দেখার মতো। ওই সিরিজে থার্ডম্যানে বল ঠেলতে গিয়ে কয়েকবার আউট হয়েছিল। পাঁচ ওয়ানডের দুটিতেই ওইভাবে আউট হয়েছিল। সেটা যে ভুল ছিল বিরাট বলেই সহজে তা ধরতে পেরেছে। নিজেকে শুধুরে নিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে একবারও ওই ধরনের শট খেলতে যায়নি।’ কানপুরে রুদ্ধশ্বাস শেষ ওয়ানডে জিতে ২-১এ সিরিজ জিতে নেয় ভারত। ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি করেন কোহলি। ৫১ সেঞ্চুরি নিয়ে সামনে কেবল শচীন টেন্ডুলকর। এদিন এবি ডি ভিলিয়ার্সকে টপকে ইতিহাসের দ্রুততম ৯ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন। গ্রেট গাভাস্কার মনে করছেন, এটা একটা উদাহরণ। ‘বিরাটের সাফল্যের প্রধান কারণ হচ্ছে ও ভুল থেকে শিক্ষা নেই। যেটা অনেকেই পারে না।’ ব্যাট হাতে নেতৃত্বে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন কোহলি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের শতভাগ রেকর্ড অক্ষুণ্ন রাখে ভারত। ১৯৮৮-৮৯ থেকে ২০১৭ সালের মধ্যে ঘরের মাঠে ছয়টি দ্বিপক্ষীয় সিরিজ খেলে সবকটিতেই জয় পেয়েছে ভারতীয়রা। রোহিত শর্মা ও কোহলির সেঞ্চুরির পর অঘোষিত ফাইনাল হয়ে ওঠা শেষ ওয়ানডের শেষ ওভারগুলোতে জসপ্রিত বুমরার নজরকাড়া বোলিংয়ে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ৬ রানে জিতেছে ভারত। ২ সেঞ্চুরিসহ তিন ম্যাচে ২৬৩ রান করে সিরিজে সেরা হয়েছেন কোহলি। অধিনায়ক কোহলির কিছু রেকর্ড ১. কানপুরে ১১৭ রানের ইনিংসটি ছিল অধিনায়ক হিসেবে কোহলির ২০তম শতক। অধিনায়ক হিসেবে এরচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন শুধু রিকি পন্টিং (৪১) ও গ্রায়েম স্মিথ (৩৩)। ২. প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টানা সাতটি দ্বিপক্ষীয় সিরিজ জিতলেন কোহলি। ২০১৬ সালের জুন থেকে এ পর্যন্ত ওয়ানডে সিরিজে অপরাজেয় ভারত। এর মাঝে ৩টি সিরিজ জিতেছে দেশের বাইরে। ৩. ৪৩টি ওয়ানডেতে অধিনায়কত্ব করে ৩৩টি জয় পেয়েছেন কোহলি। ৯টি হার ও ১টি পরিত্যক্ত ম্যাচ হিসেবে নিয়ে জয়ের হার শতকরা ৭৮.৫৭ ভাগ। ৪. ৮৮৯ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন কোহলি। এর আগে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৮৮৭ পয়েন্ট পেয়েছিলেন শচীন টেন্ডুলকার। ৫. অধিনায়ক হিসেবে এ বছর ৭৬.৮৪ গড়ে ২৬ ম্যাচে ১৪৬০ রান করেছেন কোহলি। ক্রিকেট ইতিহাসে অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের রেকর্ড করেছিলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ২০০৭ সালে ২৭ ম্যাচে ৭৯.১১ গড়ে ১৪২৪ রান করেছিলেন পন্টিং। তাকেও ছাড়িয়ে গেছেন কোহলি।
×