ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিইউপিতে আইকিউএসি কর্মশালা

প্রকাশিত: ০৫:৫০, ১ নভেম্বর ২০১৭

বিইউপিতে আইকিউএসি কর্মশালা

মিরপুর সেনানিবাসের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এ মঙ্গলবার ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ‘রোলস, রেসপনসিবিলিটিজ এ্যান্ড ইথিক্যাল প্রিন্সিপালস ফর ইউনিভার্সিটি টিচারস’ শীর্ষক কর্মশালা বিইউপির বিজয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ সালাহ্ উদ্দিন মিয়াজী এবং প্রবন্ধবক্তা হিসেবে উপস্থিত ছিলেন হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টের কোয়ালিটি এ্যাসুরেন্স ইউনিটের প্রধান, প্রফেসর সঞ্জয় কুমার অধিকারী। বিইউপির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক সৈয়দ মেসবাহউদ্দিন আহমদ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। -বিজ্ঞপ্তি এডুকেশন লিডারশিপ এ্যাওয়ার্ড অর্জন বাংলাদেশ এডুকেশন লিডারশিপ এ্যাওয়ার্ড পেলেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার। অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার বর্তমানে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেয়াদে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন)-এর দায়িত্ব পালন করছেন। গত ২৯ অক্টোবর রবিবার রাজধানীর একটি হোটেলে ‘দক্ষিণ এশিয়ার অংশীদারিত্ব’ শীর্ষক এক সম্মেলনে গুরুত্বপূর্ণ এ এ্যাওয়ার্ড তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘সিএমও-এশিয়া’ এবং ‘ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস’ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ‘ওয়ার্ল্ড সিএসআর ডে এ্যান্ড ওয়ার্ল্ড সাসটেইনেবিলিটি’-এর প্রতিষ্ঠাতা ডাঃ আর.এল ভাতিয়া উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×