ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকায় জেএমবির তিন সক্রিয় সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫০, ১ নভেম্বর ২০১৭

ঢাকায় জেএমবির তিন সক্রিয় সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ রাজধানীর রামপুরা এলাকায় পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে জিএমবির তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। সোমবার বিকেল ৫টা থেকে রাত ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মনিরুল ইসলাম ওরফে মনিরুল ওরফে হাফেজ মনির (৩২), আল আমিন (৩০) ও মহসিন তালুকদার ওরফে মিন্টু (৪৮)। এ সময় মনিরুল ইসলামের কাছ থেকে বেশকিছু জঙ্গীবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। মনিরুল ওরফে হাফেজ মনির ও আল আমিন রূপগঞ্জ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার পলাতক আসামি ও মহসিন তালুকদার ওরফে মিন্টু ফতুল্লা থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার পলাতক আসামি। মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাকিল আহমেদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান। এদিকে র‌্যাবের হাতে গ্রেফতারকৃত জেএমবির তিন সদস্যকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জেএমবির সদস্য মনিরুল ইসলাম ওরফে হাফেজ মনির ও আল-আমিনকে পাঁচ দিন এবং মহসিন তালুকদার ওরফে মিন্টুকে তিন দিন করে রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। মঙ্গলবার বিকেলে র‌্যাব জেএমবির তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান আদালতে হাজির করে। আদালত তাদের রিমান্ডের এ আদেশ দেন। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
×