ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিরপুর শ্যামলী ও আগারগাঁওয়ে রাজউকের উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৫:৪৯, ১ নভেম্বর ২০১৭

মিরপুর শ্যামলী ও আগারগাঁওয়ে রাজউকের উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার ॥ নক্সার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর মিরপুর শ্যামলী ও আগারগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল মঙ্গলবার সকাল থেকে এ উচ্ছেদে অভিযান শুরু হয়ে চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতকে ইমারত বিধিমালা সংক্রান্ত আইনী সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আকতার ও অথরাইজড অফিসার মোবারক হোসেন। অভিযানে পশ্চিম আগারগাঁয়ের ২/১৪৪/২-এ নম্বর প্লটে নির্মাণাধীন ৯তলা ভবনের অবৈধাংশ উচ্ছেদ করা হয়। পশ্চিম আগারগাঁয়ের ২২৬ নম্বর আবাসিক প্লটের ৫টি দোকান ও র‌্যাম্প উচ্ছেদ করা হয়। শ্যামলী আবাসিক এলাকার ১৪০/২-সি নম্বর প্লটের র‌্যাম্প ও ভবনের অবৈধাংশ উচ্ছেদ করা হয়। শ্যামলী শহিদবাগ এলাকার ১২/ছ/২/১/ডি নং আবাসিক ভবনের নক্সা বহির্ভূতাংশ ও দুটি দোকান এবং বেজমেন্টে তৈরি একটি কাঁচা বাজার উচ্ছেদ করা হয়। শ্যামলী ২ নং রোডের ১২/ছ/১/এ নম্বর প্লটে নির্মাণাধীন ৯তলা ভবনের অননুমোদিত অংশ উচ্ছেদ করা হয়। শ্যামলী ৪ নং রোডের ১২/ছ/বি নম্বর প্লটে নির্মাণাধীন ৬তলা ভবনের অবৈধাংশ উচ্ছেদ করা হয়। শহিদবাগ ২ নং রোডের ৩৫/১০-ই নম্বর প্লটে নির্মাণাধীন ৮তলা ভবনের অবৈধাংশ উচ্ছেদ করা হয়। এবং ৩৫/১০-ডি/৫ নম্বর প্লটের আবাসিক ভবনের নক্সা বহির্ভূতাংশ উচ্ছেদ করা হয়।
×