ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে জুয়ার আসরে সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ৫

প্রকাশিত: ০৫:৩৭, ১ নভেম্বর ২০১৭

গাজীপুরে জুয়ার আসরে সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ৫

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে জুয়ার আসরে দুপক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সাভারের এক ব্যবসায়ী নিহত এবং আহত হয়েছে অন্তত পাঁচজন। নিহতের নাম আজিজুর রহমান (৫০)। সে ঢাকা জেলার সাভারের উত্তর রাজাসাম এলাকার মৃত মাইন উদ্দিনের ছেলে। তিনি এলাকায় ওয়েল্ডিংয়ের ব্যবসা করতেন। এলাকাবাসী জানায়, উচ্চ আদালতের অনুমতির প্রচার দিয়ে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্থানীয় কয়েক ব্যক্তি গত কয়েকদিন ধরে জুয়া খেলার আসর পরিচালনা করে আসছিল। টিন দিয়ে অস্থায়ীভাবে বেড়া নির্মাণ করে এবং সামিয়ানা টানিয়ে ওই আসরে একাধিক জুয়ার বোর্ড পরিচালিত হতো। জেলা প্রশাসন ইতোপূর্বে বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উচ্ছেদ করে আগুন দিয়ে পুড়িয়ে দিলেও তা আবার শুরু হয়। সর্বশেষ উচ্ছেদের প্রেক্ষিতে কিছু দিন বন্ধ থাকার পর কয়েকদিন পূর্বে পুনরায় জুয়ার আসর চালু হয়। সোমবার রাত আড়াইটার দিকে একটি জুয়ার বোর্ডে জমা দেয়া টাকা নিয়ে জুয়াড়ি ও বোর্ড পরিচালনাকারীদের মধ্যে বাগ্বিত-া শুরু হয়। এক পর্যায়ে জুয়ার সব বোর্ডে তা ছড়িয়ে পড়ে এবং দু’পক্ষের মাঝে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় লাঠি ও ইটপাটকেল দিয়ে কতিপয় ব্যক্তি টিনের বেড়ায় এলোপাতাড়িভাবে আঘাত করে বিকট শব্দ করতে থাকে। এতে বিভিন্ন এলাকা হতে আগত জুয়াড়িরা আতঙ্কিত হয়ে দিগি¦দিক ছোটাছুটি শুরু করে। এ সময় দৌড়ে পালানোর সময় কয়েক ব্যক্তি পার্শ্ববর্তী হাজেরার বাড়ির ময়লা পানি ও আবর্জনার গর্তে পড়ে যায়। পরে স্থানীয়রা ওই গর্ত থেকে গুরুতর অবস্থায় ছয়জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করে। এদের মধ্যে আজিজুর রহমানকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলবার ভোরে নিহতের স্বজনরা হাসপাতালে এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন অনুমতি না নিয়ে ময়নাতদন্ত ছাড়া হাসপাতাল থেকে গোপনে লাশ বাড়ি নিয়ে যায়। হাসপাতালের মর্গ থেকে লাশ গায়েবের খবরটি দুপুরের দিকে প্রকাশ হলে কর্তৃপক্ষের টনক নড়ে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি দিনভর ধামাচাপা দেয়ার চেষ্টা করে প্রভাবশালী মহল।
×