ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লাগাম টেনে ধরা যাচ্ছে না ধর্মঘটী ইন্টার্ন ডাক্তারদের,শ’ শ’ রোগী ফিরে গেছে

প্রকাশিত: ০৫:৩৪, ১ নভেম্বর ২০১৭

লাগাম টেনে ধরা যাচ্ছে না ধর্মঘটী ইন্টার্ন ডাক্তারদের,শ’ শ’ রোগী ফিরে গেছে

নিয়াজ আহমেদ লাবু ॥ লাগাম টেনে ধরা যাচ্ছেই না শিক্ষানবিস (ইন্টার্ন) চিকিৎসকদের! তাদের ধর্মঘটের কারণে গত দুই দিনে চিকিৎসাসেবা না পেয়ে শত শত রোগী ফেরত যাওয়ায় শঙ্কিত সাধারণ মানুষ। মঙ্গলবার সকালেও ফের তারা বহির্বিভাগ থেকে রোগীদের জোরপূর্বক বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচী পালন করছেন শিক্ষানবিস চিকিৎসকরা। এর আগেও একই হাসপাতালে তারা রোগীকে পিটিয়ে বিছানা থেকে ফেলে দিয়েছিল। একটু হাসি ও ভালবাসার পরিবর্তে তারা হৃদয়ের স্পন্দন শোনার যন্ত্র (স্টেথিস্কোপ) ছেড়ে রড হাতে নিয়ে তারা মেতে উঠেছিল সন্ত্রাসী কর্মকান্ডে। শুধু তা-বই নয়, মুমূর্ষু রোগীদের প্রাণের প্রতি ন্যূনতম তোয়াক্কা না করে পাহারা বসিয়ে জরুরী বিভাগ বন্ধ করে দিয়ে ঘণ্টার পর ঘণ্টা চিকিৎসা সেবা স্থগিত রাখতেও বাধ্য করেছিল ইন্টার্ন চিকিৎসকরা। এমনকি বগুড়া, রাজশাহী, ঢাকার বারডেম ও মিটফোর্ডে তারা আন্দোলনের নামে রোগীদের জিম্মি করে তা-ব চালিয়েছিল। এদের নেপথ্য কারণ অন্তরালে রয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দেশের বিভিন্ন জায়গা থেকে চিকিৎসার জন্য আসা গরিব রোগীদের কাছে শেষ ভরসাস্থল হিসেবে সুপরিচিত দেশের বৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। কিন্তু শিক্ষানবিস চিকিৎসকদের ধর্মঘটের কারণে গত দুই দিনে চিকিৎসাসেবা না পেয়ে শত শত রোগী অসহায় হয়ে পড়েছেন। সূত্রগুলো জানায়, দেশের অধিকাংশ সরকারী ও বেসরকারী মেডিক্যাল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে নির্দিষ্টসংখ্যক শয্যার অতিরিক্ত রোগী ভর্তি না করার রেওয়াজ থাকলেও ব্যতিক্রম ঢামেক হাসপাতাল। এখানে এসে চিকিৎসা না পেয়ে ফিরে যাওয়ার রেকর্ড নেই। শয্যা খালি না থাকলেও হাসপাতালের ওয়ার্ডের মেঝে, বারান্দা ও করিডোরেও রোগী ভর্তি করিয়ে চিকিৎসাসেবা দেয়া হয়। দুই হাজার ৬০০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন প্রায় ৫ হাজার রোগী অপেক্ষাকৃত কম খরচে চিকিৎসা দেয়ার সুনাম রয়েছে দেশসেরা এ হাসপাতাল। কিন্তু গত দুইদিনে দুই দফায় নিরাপত্তা নিশ্চিতসহ নানা দাবিতে রোগীদের অনেকটা জিম্মি করে রেখেছেন শিক্ষানবিস চিকিৎসকরা। এতে শত শত রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যাওয়ায় ঢামেক হাসপাতালের ইতিবাচক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এমনকি সুলভ মূল্যেও সুচিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। গত রবিবার ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হাতে চিকিৎসক মারধরের প্রতিবাদ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও চাকরিস্থলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শিক্ষানবিস চিকিৎসকরা এ কর্মসূচী পালন করছেন।
×