ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৮০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে বারাকা পাওয়ার

প্রকাশিত: ০৫:২৪, ১ নভেম্বর ২০১৭

৮০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে বারাকা পাওয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড ৮০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার বা অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করা করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৮ কোটি শেয়ার ইস্যু করবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিটি মূলত তার অনুমোদিত মূলধন ৩০০ কোটি থেকে বাড়িয়ে ৪০০ কোটি করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১০ টাকা অভিহিত মূল্যে ৩০ কোটি থাকবে সাধারণ শেয়ার এবং ১০ কোটি থাকবে প্রেফারেন্স শেয়ার। তবে শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমতি পেলেই ৮ কোটি প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। শেয়ারগুলোর মেয়াদ হবে ৫ থেকে ৭ বছর। আর লভ্যাংশের হার হবে ৮ থেকে ৯ শতাংশ। এর জন্য বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নবেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার লঙ্কাবাংলা ফাইন্যান্সের রাইট শেয়ার অনুমোদন নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১ আগস্ট বিএসইসি রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছিল। কোম্পানিটি পুনরায় আবেদন করার পর বিএসইসি মঙ্গলবারের সভায় রাইট ইস্যুর অনুমোদন দিয়েছে। সূত্র জানায়, বিএসইসি কোম্পানিটিকে ১:২ হারে অর্থাৎ বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১টি হিসেবে ১৫ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৪৭০টি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে। রাইট ইস্যুর মাধ্যমে লংকাবাংলা ১০ টাকা অভিহিত মূল্যে বাজার থেকে ১৫৯ কোটি ১২ লাখ ৫৪ হাজার ৭০০ টাকা উত্তোলন করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×