ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশাল ও সিলেটে আয়কর মেলা শুরু আজ

প্রকাশিত: ০৫:২১, ১ নভেম্বর ২০১৭

বরিশাল ও সিলেটে আয়কর মেলা শুরু আজ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশালের কর অঞ্চলের প্রধান কর কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাহিদ হাছান বলেছেন, ঋণ নিয়ে দেশ উন্নয়ন করা সম্ভব না। আমাদের আয়করের টাকা দিয়ে দেশ উন্নয়ন করতে হবে। তিনি আরও বলেন, আয়কর দেয়া মানে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করা। একটি দেশ যখন এগিয়ে যায় তখন অনেক কিছুরই দরকার হয়। যা পুরোটাই জনগণকে দিতে হয় এই আয়করের মাধ্যমে। আয়কর দেয়া দেশের নাগরিকদের কর্তব্য। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরিশাল কর কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, স্বেচ্ছায় প্রণোদিত হয়ে আপনি আপনার আয়করের টাকা নির্বিঘ্নে দেয়ার জন্য সরকার ১ থেকে ৭ নবেম্বর পর্যন্ত আয়কর মেলার আয়োজন করেছে। বিভাগের ছয় জেলা শহর ও পাঁচ উপজেলায় সাত দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১ থেকে ৭ নবেম্বর পর্যন্ত বিভাগীয় শহর বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হবে আয় কর মেলা। এরপর ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, ভোলা ও পটুয়াখালী জেলা শহরে চারদিন এবং কলাপাড়া, স্বরূপকাঠী, লালমোহন, গলাচিপা ও নলছিটি উপজেলায় দুই দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হবে। স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, রাজশাহীতেও আজ বুধবার শুরু হতে যাচ্ছে জাতীয় আয়কর মেলা। রাজশাহী নগরীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে এ মেলার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী আয়কর বিভাগ। মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভায় জানানো হয়, আজ বুধবার থেকে ৭ নবেম্বর পর্যন্ত আয়কর মেলা অনুষ্ঠাত হবে। এবারও মেলায় ব্যাংকে অস্থায়ী বুথে আয়করের টাকা জমা/ই-পেমেন্ট, টিএনআই রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশন, আয়কর রিটার্ন দাখিল সুবিধা থাকছে। এছাড়া অন্যান্য সুবিধাও থাকছে। মেলা চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। গত বছর রাজশাহী ছাড়াও পাবনা, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে আয়কর মেলা অনুষ্ঠিত হয়। সবমিলিয়ে কর আদায় হয় ১১ কোটি ৪ লাখ ৮৯ হাজার ৫৭৫ টাকা। তিনি জানান, রাজশাহী কর অঞ্চলে মোট আয়কর দাতা এক লাখ ৮৯ হাজার ৮০২ জন। গত বছর আয়কর আদায় লক্ষ্যমাত্রা ছিল ৫৪০ কোটি টাকা। সেবার আদায় হয় ৫৮১ কোটি টাকা। এবার লক্ষ্যমাত্রা প্রায় ৪৪ শতাংশ বাড়িয়ে ধরা হয়েছে ৮৩২ কোটি।
×