ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গবর্নরের সঙ্গে দেখা করলেন এসআইবিএলের নতুন চেয়ারম্যান ও এমডি

প্রকাশিত: ০৫:২০, ১ নভেম্বর ২০১৭

গবর্নরের সঙ্গে দেখা করলেন এসআইবিএলের নতুন চেয়ারম্যান ও এমডি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজে যোগদান করেছেন। মঙ্গলবার সকালে ব্যাংকে এসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন নতুন এমডি কাজী ওসমান আলী। এ সময় ব্যাংকে নতুন চেয়ারম্যান আনোয়ারুল আজিম আরিফ ও অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। বেলা দেড়টার পর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আরাস্তু খানসহ বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে গিয়ে গবর্নর ফজলে কবিরের সঙ্গে দেখা করেন। তারা ডেপুটি গবর্নর এস এম মনিরুজ্জামানের সঙ্গেও বৈঠক করেন। পরে একত্রে বেলা আড়াইটার দিকে বাংলাদেশ ব্যাংক ছেড়ে যান। পরে আরাস্তু খান সাংবাদিকদের বলেন, কেবল সৌজন্য সাক্ষাতের জন্য আমরা এসেছি। এসআইবিএলের নতুন চেয়ারম্যান ও এমডি আমার সঙ্গে ছিলেন। এদিকে বেসরকারী খাতের সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা ও ব্যবস্থাপনায় পরিবর্তনের পর মঙ্গলবার রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয় দিলকুশা শাখাসহ কয়েকটি শাখা ঘুরে দেখা গেছে তেমন কার্যক্রম চলছে না। লোকবল নেই। অনেক উৎসুক গ্রাহক পরিস্থিতি বুঝতে ব্যাংকে ভিড় করেছেন। তবে ব্যাংক কর্মকর্তারাও কোন কিছু জানাতে পারছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, তারা দুশ্চিন্তার মধ্যে আছেন। নতুন চেয়ারম্যান ও এমডি কী সিদ্ধান্ত দেবেন, সেটির অপেক্ষায় আছেন তারা। প্রসঙ্গত, গত সোমবার এসআইবিএল পরিচালনা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তন হয়েছে। ব্যাংকের টাকা তছরুপের অভিযোগের মুখে পদত্যাগ করেন ব্যাংকটির চেয়ারম্যান মেজর (অব) ডাঃ রেজাউল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুল হক ও এমডি শহীদ হোসেন। সোমবার এসব পদে নতুন নিয়োগ দেয়া হয় এবং সোমবার রাতেই বাংলাদেশ ব্যাংক এসব পরিবর্তন ও নতুন নিয়োগ অনুমোদন করে ব্যাংকটিতে চিঠি পাঠায়।
×