ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লালমনিরহাটের মোগলহাটে ব্যাপক সবজি চাষ হচ্ছে

প্রকাশিত: ২৩:৫৩, ৩১ অক্টোবর ২০১৭

লালমনিরহাটের মোগলহাটে ব্যাপক সবজি চাষ হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ জেলা সদরের মোগলহাট ইউনিয়নে ব্যাপক সবজি চাষ হয়েছে। এতে করে কয়েক শত কৃষক ও শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আর্থিক স্বচ্ছলতা এসেছে সবজিচাষী পরিবারে। জেলা সদর হতে মাত্র ১৫কিলোমিটার দুরে সীমান্তবর্তী গ্রাম মোগলহাট ইউনিয়নের গ্রাম কর্ণপুর চওড়াটারী। এই গ্রামগুলোর যেদিকে চোখ যায় শুধু সবজি ক্ষেত দেখা মেলে। এখানে চাষ হচ্ছে লাল শাক, মুলাশাক, পালংশাক, ফুলকপি, বাঁধাকপি, পটল, করলা, লাউ, বেগুন, বটবটিসহ নানা জাতের সবজি। প্রতিদিন ট্রাক যোগে সবজি যাচ্ছে ঢাকাসহ দেশের নানা প্রান্তরে। মোগলহাট ইউনিয়নের কর্ণপুরসহ কয়েকটি গ্রামে কয়েক শত হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। সবজি চাষে কৃষকরা এবারের দাম পেয়েছে। তাই তারা আর্থিক ভাবে স্বচ্ছলতা ফিরে পেয়েছে। আশ্বিণ কার্তিকের মঙ্গা এইসব কৃষক পরিবারকে ছুঁতে পারেনি। শত শত হেক্টর জমিতে সবজি চাষের ফলে কয়েক শত কৃষিজীবি শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। দিনমজুর কৃষি শ্রমিকরা কাজ পেয়ে দারুন খুশি। তারাও আর্থিক ভাবে স্বচ্ছলতা ফিরে পেয়েছে। মঙ্গা তাদের ছুঁতে পারেনি। শ্রমিকরা দিনে তিনশত টাকা হাজিরার কাজ করছে। জেলা কৃষি কর্মকর্তা বিধুভূষণ রায় জানান,জেলার ৫টি উপজেলায় প্রায় সাড়ে পাঁচ হাজার জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নিধারণ হয়েছে। সবজি চাষের মৌসুম এখন চলছে।
×