ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৃষ্টির বেগ বাড়তেই ভারতের চেন্নাইয়ে বন্ধ সব স্কুল-কলেজ

প্রকাশিত: ১৯:৩৩, ৩১ অক্টোবর ২০১৭

বৃষ্টির বেগ বাড়তেই  ভারতের চেন্নাইয়ে বন্ধ সব স্কুল-কলেজ

অনলাইন ডেস্ক ॥ আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল আজ মঙ্গলবার বেগ বাড়বে বৃষ্টির। তার পরই এ দিন সব স্কুল এবং কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল চেন্নাই পুরসভা। গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির জেরে কার্যত নাকাবন্দি গোটা চেন্নাই। অধিকাংশ রাস্তাই জলমগ্ন। এরই মধ্যে মঙ্গলবার অতি ভারি বৃষ্টির আশঙ্কার কথা জানায় হাওয়া অফিস। বিশেষ করে উপকূল এলাকায় পরিস্থিতি খারাপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। তার পরই এ দিন চেন্নাইয়ের সব স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান, চেন্নাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ডি কার্তিকেয়ন। তাঁর কথায়, ‘‘যাতে পড়ুয়াদের কোনও সমস্যা না হয় তাই এই সিদ্ধান্ত।’’ তিনি আরও বলেন, ‘‘পরিস্থিতি মোকাবিলা করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। জল নামানোর জন্য চারশোটি পাম্পকে চালানো হচ্ছে।’’ অন্য দিকে পুলিশ সূত্রে খবর, সোমবার ছিল প্রথম কাজের দিন। কিন্তু, সারা দিন প্রবল বৃষ্টির জন্য ট্রাফিক পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়ে। গত কয়েক দিন ধরে একটানা বৃষ্টি ইতিমধ্যেই ২০১৫ সালের কথা মনে করিয়ে দিতে শুরু করেছে। সে বছর ডিসেম্বর মাসে প্রবল বৃষ্টির ফলে চেন্নাইয়ের একাধিক এলাকায় ভেসে গিয়েছিল। প্রাণ হারিয়েছিলেন ১৫০ জন। যদিও, কমিশনার কার্তিকেয়নের দাবি, ‘‘এ বার প্রথম থেকেই প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হয়েছে।’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×