ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুই বছরও দীপন হত্যার তদন্ত এগোয়নি

প্রকাশিত: ১৮:৪৬, ৩১ অক্টোবর ২০১৭

দুই বছরও দীপন হত্যার তদন্ত এগোয়নি

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশে সন্ত্রাসী হামলায় প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার দুই বছর পূর্ণ হচ্ছে আজ। ২০১৫ সালে ৩১ অক্টোবর অজ্ঞাতনামা হামলাকারীরা ঢাকার শাহবাগ এলাকায় তাঁর কর্মস্থলে তাঁকে হত্যা করে। পরে আনসার আর ইসলাম বাংলাদেশ নামে কট্টর ইসলামপন্থী একটি সংগঠন ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। সন্ত্রাসী হামলায় নিহত লেখক-ব্লগার অভিজিত রায়ের একটি বই প্রকাশের জন্য জঙ্গিরা দীপনকে টার্গেট করেছিল বলে ধারণা করা হয়। হত্যার দুই বছর পার হলেও সেই মামলার এখনো কোনো কুলকিনারা হয়নি। ফয়সল আরেফিন দীপনের বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও লেখক আবুল কাসেম ফজলুল হক বিবিসিকে বলছেন, প্রথম থেকে ডিবির একজন কর্মকর্তা তাদের এ মামলার তদন্ত সম্পর্কে অবহিত করেছেন। ;দেড় বছর আগে ফাইলপত্র নিয়ে এসে বোঝানোর চেষ্টা করেছেন যে তারা কিভাবে এগুচ্ছেন। ' তারা বলেছিলেন যে অন্য মামলার সূত্র ধরে তারা সন্ধান পেয়েছেন যে কারা দীপনকে হত্যা করেছে কিন্তু তারা যে নামগুলো পেয়েছেন সেগুলো ছদ্মনাম। এখন দেড় বছর পরেও একই কথা বলছেন, তদন্ত আর এগোয়নি। সূত্র : বিবিসি বাংলা
×