ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রশান্ত মহাসাগরে ৭ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ১৮:৩৯, ৩১ অক্টোবর ২০১৭

প্রশান্ত মহাসাগরে ৭ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফ্রান্সের মালিকানাধীন দ্বীপাঞ্চল নিউ ক্যালেডোনিয়ার পাশে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে রিখটার স্কেলে ৭ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার ও অস্ট্রেলিয়ার জয়েন্ট অস্ট্রেলিয়ান সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সমুদ্রতল থেকে ১৫ কিলোমিটার গভীরে ভূকম্পনের উৎপত্তিস্থল। যে কারণে সুনামির কোনো আশঙ্কা নেই। নিউ ক্যালেডোনিয়া অঞ্চলের অন্তর্গত লয়্যালটি দ্বীপের টাডাইন শহর থেকে প্রায় ১১৭ কিলোমিটার পূর্বে সমুদ্রে ভূমিকম্পনের কেন্দ্র শনাক্ত করা হয়েছে। এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর এখনো পাওয়া যায়নি। নিউ ক্যাডেলোনিয়ার রাজধানী নৌমিয়া থেকে স্থানীয় সরকারের এক মুখপাত্র ও দুটি হোটেলের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সেখানে ভূমিকম্প হয়েছে কিনা বুঝতে পারেননি তারা। সূত্র : রয়টার্স অনলাইন।
×