ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাহুবলি টু’র রেকর্ড ভাঙল ’মেরসাল’

প্রকাশিত: ১৮:২৪, ৩১ অক্টোবর ২০১৭

বাহুবলি টু’র রেকর্ড ভাঙল ’মেরসাল’

অনলাইন ডেস্ক ॥ ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয়। তিনি ইলায়াথালাপাথি বা থালাপাথি নামেও পরিচিত। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘মেরসাল’ গত ১৮ অক্টোবর মুক্তি পেয়েছে। সিনেমাটি তামিল বক্স অফিসের বহুল ব্যবসাসফল ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড ভেঙেছে বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ভারতের তামিল নাড়ু রাজ্যে ‘মেরসাল’ সিনেমাটি ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। রজনীকান্তের ‘এন্থিরান’ ও ‘বাহুবলি টু’ সিনেমার পর এটি তৃতীয় চলচ্চিত্র যা এই মাইলফলক স্পর্শ করল। মুক্তির ১১ দিনে বিজয় অভিনীত ‘মেরসাল’ ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। টিএন রেকর্ড অনুযায়ী, এর আগে ‘বাহুবলি টু’ সিনেমাটি মুক্তির ১৭ দিনে এই মাইলফলক স্পর্শ করেছিল। তবে তামিল সিনেমার একজন সিনিয়র ডিস্ট্রিবিউটর বলেছেন, মেরসাল সিনেমার আয়ের এ তথ্যটি ভুল। অ্যাটলি পরিচালিত এ সিনেমায় বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু ও কাজল আগরওয়াল। সিনেমার গল্পে কাজল-সামান্থা দুজনেই বিজয়ের প্রেমে পড়েন। কাজল পেশায় চিকিৎসক আর সামান্থা উপস্থাপিকার ভূমিকায় অভিনয় করেছেন বলে জানা যায়।
×