ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হামলাকারী যেই হোক তার শাস্তি হবে ॥ কাদের

প্রকাশিত: ০৭:৪২, ৩১ অক্টোবর ২০১৭

হামলাকারী যেই হোক তার শাস্তি হবে ॥  কাদের

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারীরা দেশ ও জাতির শত্রু। অপরাধী যেই হোক তার শাস্তি হবে বলে জানান তিনি। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিএ কার্যালয়ে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে সারা দুনিয়া যখন সরকারের প্রশংসা করছে, ঈর্ষান্বিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তখন সরকারকে ব্যর্থ বলছেন। খবর ওয়েবসাইটের। কাদের আরও বলেন, ‘দেশ-বিদেশ একবাক্যে শেখ হাসিনার সময়োচিত, সাহসী, মানবিক সাহায্যের কূটনৈতিক উদ্যোগের সফল প্রশংসা করছে জাতিসংঘসহ সারা দুনিয়া। বেগম জিয়া নিশ্চয়ই এগুলো দেখে ঈর্ষা বোধ করছেন, ঈর্ষাকাতর হচ্ছেন। সারাবিশ্ব সরকারের প্রশংসা করলেও বেগম জিয়া একটা ধন্যবাদও শেখ হাসিনাকে দিতে কার্পণ্য বোধ করলেন। এটা রাজনীতি নয়, এটা সুস্থ রাজনীতি নয়।’ গাড়িবহরে হামলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘যেই করুক তারা জাতির শত্রু, তারা যারাই হোক, তারা দেশের শত্রু।’ তিনি বলেন, ‘যতটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে সেটা হলো তিনি রাস্তায় ঢল নামাতে না পেরে এ ঘটনাটা ঘটিয়েছেন, এমন অভিযোগ পাওয়া গেছে। যাহোক, তদন্ত হলে যেই অপরাধী হোক তার শাস্তি হবে।’ মন্ত্রী বলেন, খালেদা জিয়ার সড়কপথের এই সফরে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অচল হয়ে পড়েছে। তার এ সফরে রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী অনেক গাড়িই কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৌঁছতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণকালে বিএনপি চেয়ারপার্সনের বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ নেতা।
×