ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে মার্কিন প্রতিনিধি দল আসছে কাল

প্রকাশিত: ০৭:৩৭, ৩১ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে মার্কিন প্রতিনিধি দল আসছে কাল

জনকণ্ঠ ডেস্ক ॥ জনসংখ্যা, উদ্বাস্তু ও অভিবাসন ব্যুরো বিষয়ক মার্কিন ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী সিমন হেনশোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক অধিকারের বিষয় নিয়ে আলোচনা করতে কাল বুধবার আসছেন। সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমার, বাংলাদেশ এবং এ অঞ্চলে বাস্তুচ্যুতদের মানবিক সহায়তা প্রদানের বিষয় নিয়ে মার্কিন প্রতিনিধি দলটি আলোচনা করবে। বাসস জানায়, প্রতিনিধিদলের অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন, গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক ব্যুরোর উপ-সহকারী মন্ত্রী স্কট বুসবায়, দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-সহকারী মন্ত্রী টম ভাজদা এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক ব্যুরোর অফিস পরিচালক প্যাট্রিসিয়া মহোনি। প্রতিনিধিদলটি রোহিঙ্গা সঙ্কটে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সাড়া এবং এই সঙ্কট নিরসনের উপায় খুঁজে বের করতে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করবে। দলটি বর্তমানে মিয়ানমার সফর করছে। মিয়ানমারে ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী সিমন হেনশো এবং প্রতিনিধি দলটি কূটনীতিক, সিনিয়র সরকারী কর্মকর্তা এবং জাতিসংঘ আন্তর্জাতিক ও এনজিও অংশীদারদের সঙ্গে পৃথক বৈঠক করবে। প্রতিনিধিদলটি রাখাইনের ক্ষতিগ্রস্ত লোকদের মানবিক সহায়তা প্রদানের সুযোগ দিতে মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবে এবং দেশ থেকে বিতাড়িত রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে দেশে ফিরে যেতে সক্ষম হয়, এমন নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠারও দাবি জানাবে। প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলে তারা কেন দেশ ছেড়ে পালিয়ে এসেছে এবং কিভাবে এসেছে, তারা কি ধরনের মানবিক সহায়তা পাচ্ছে, সাহায্যে কতটা ঘাটতি আছে, সেটি জানতে কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করবে এবং মানবিক সহায়তা বৃদ্ধির বিষয়ে পরামর্শ দেবে।
×