ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৫:৫৫, ৩১ অক্টোবর ২০১৭

বিসিএস কর্নার

(পূর্ব প্রকাশের পর) ৪৩. ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়? ক) স্বরসন্ধি খ) ব্যঞ্জনসন্ধি গ) বিসর্গ সন্ধি ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি সঠিক উত্তর: (খ) ৪৪. ‘সম্ + দর্শন’ - এর সঠিক সন্ধি কোনটি? ক) সুন্দর খ) সুদর্শন গ) সন্দর্শন ঘ) সৌন্দর্য সঠিক উত্তর: (গ) ৪৫. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ? ক) পবন খ) গবাক্ষ গ) পরিচ্ছদ ঘ) সজ্জন সঠিক উত্তর: (খ) ৪৬. অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি? ক) তৎ + রূপ = তদ্রুপ খ) সম্ + তাপ = সন্তাপ গ) রাজ্ + নী = রাজ্ঞী ঘ) তদ্ + কাল = তৎকাল সঠিক উত্তর: (গ) ৪৭. ‘দুর্যোগ’ - এর সন্ধিবিচ্ছেদ কী? ক) দুহঃ + যোগ খ) দুঃ + যোগ গ) দুর + যোগ ঘ) দুহ + যোগ সঠিক উত্তর: (খ) ৪৮. ‘মুখচ্ছবি’ শব্দটি সন্ধির কোন নিয়মে পড়ে? ক) স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি খ) ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি গ) ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি ঘ) ব্যঞ্জনধ্বনি + বিসর্গ ধ্বনি সঠিক উত্তর: (ক) ৪৯. স্বরধ্বনির পর কোনটি থাকলে তা ‘চ্ছ’ হয়? ক) দ খ) চ গ) ঝ ঘ) ছ সঠিক উত্তর: (ঘ) ৫০. আ + ঈ = এ - এ নিয়মের বাইরে কোনটি? ক) মহেশ খ) রমেশ গ) ঢাকেশ্বরী ঘ) গণেশ সঠিক উত্তর: (ঘ) ৫১. ‘পর্যন্ত’ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) পর্য + ন্ত খ) পরি + অন্ত গ) পর্য + অন্ত ঘ) প + অন্ত সঠিক উত্তর: (খ) ৫২. উ-কারের পর বিসর্গ (ঃ) এবং তার পরে ‘ক’ থাকলে কোন ব্যঞ্জনধ্বনি বসে? ক) স খ) ষ গ) শ ঘ) য সঠিক উত্তর: (খ) ৫৩. আ + ও = ঔ - এই নিয়মে সাধিত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? ক) মহৌষধি খ) মহৌষধ গ) বনৌষধি ঘ) পরমৌষধ সঠিক উত্তর: (গ) ৫৪. গোষ্পদ - এর সন্ধিবিচ্ছেদ কী হবে? ক) গোর + পদ খ) গো + পদ গ) গৌ + পদ ঘ) গৌর + পদ সঠিক উত্তর: (খ)
×