ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা

প্রকাশিত: ০৫:৫৫, ৩১ অক্টোবর ২০১৭

হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা

শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ ১৬। পমাক্ষলাভের সহায়ক ধর্ম চিন্তায় ভোগবাদের স্থলে কিসের আভির্বভাব ঘটে ? (ক) কর্মবাদ (খ) দর্শণবাদ (গ) মৌলবাদ (ঘ) সন্ন্যাসবাদ। নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৭ এবং ১৮ নং প্রশ্নের উত্তর দাও ঃ”বিবাদ নয়,সহায়তা, বিনাশ নয়,পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি।” ১৭। উপরোক্ত উক্তিটি কোন ব্যক্তির বিখ্যাত? (ক) শ্রীরামকৃষ্ণ (খ) স্বামী বিবেকানন্দ (গ) মহেন্দ্রজী (ঘ) রাজা রামমোহন রায়। ১৮। উক্ত মহাপুরুষের আদর্শ প্রতিষ্ঠিত হবেÑ (র) সকল জীবকে ভালোবাসলে (রর) ঈশ্বর জ্ঞানে জীবসেবা করলে (ররর) সেবা ও নিষ্ঠা করলে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ১৯। ভক্তিবাদে সমৃদ্ধ কোনটি ? (ক) গীতা (খ) সাধক (গ) বিষ্ণু পুরাণ (ঘ) বেদ। ২০। ”যুক্তিহীন বিচারণে ধর্মহানিঃপ্রজায়তে”Ñ অর্থ কোনটি? (ক) যুক্তিহীন বিচারে ধর্মহানিতে প্রজারা কষ্ট পায় (খ) প্রজাদের কষ্ট দেওয়া যৌক্তিক ধর্মের পরিপন্থি (গ) যুক্তিহীন বিচারে ধর্মের হানি ঘটে (ঘ) ধর্মহানি না ঘটলে প্রজারা খুশি হয় । ২১। গীতায় ভগবানের যে আহ্বান রয়েছেÑ (র) সতত আমাকে স্মরণ কর (রর) আমাতেই সমস্ত কর্ম সমর্পন কর (ররর) আমাতে ক্ষমা প্রার্থনা কর। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ২২। মাতুয়া ধর্মের মূল কথা কী ? (ক) হরিনামে মেতে থাকা (খ) জীব উদ্ধার করা (গ) প্রকৃতির সেবা করা (ঘ) দেব-দেবীর উপাসনা। ২৩। পূর্ণব্রক্ষ্ম হরিচাঁদ ঠাকুর কত খ্রিষ্টাব্দে আবির্ভূত হন? (ক) ১৮০৮ খ্রিষ্টাব্দে (খ) ১৮১০ খ্রিষ্টাব্দে (গ) ১৮১২ খ্রিষ্টাব্দে (ঘ) ১৮১৪ খ্রিষ্টাব্দে । ২৪। শ্রীচৈতন্যের মতে যা দিয়ে পরম অরাধ্য ভগবানকে লাভ করা যায়Ñ (ক) প্রেমপূর্ণ ভক্তি (খ) ভোগবিলাস (গ) ত্যাগ তিতিক্ষা (ঘ) বিচক্ষণতা। ২৫। অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা কে ? (ক) মহেন্দ্রজী (খ) শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরম হংস (গ) রজনীকান্ত (ঘ) স্বামী বিবেকানন্দ। ২৬। জীব উদ্ধারের উপকরণ কোনটি ? (ক) মহানাম কীর্তন (খ) অতিথি সেবা (গ) উপাসনা করা (ঘ) আরাধনা করা। ২৭। যাগযজ্ঞ অনুশীলন করে আর্যগণ কোন দুটি বস্তুর প্রতি প্রার্থনা জানাতেন ? (ক) শ্রী ও ধী (খ) শ্রী ও শ্রী (গ) ধী ও ভী (ঘ) শ্রী ও ভী। ২৮। সনাতন ধর্ম প্রাচীন কেন ? (ক) সনাতন ঐতিহ্য বজায় রাখেনি বলে (খ) সনাতন ঐতিহ্য বজায় রাখেছে বলে (গ) যুগের সাথে মিলেনি বলে (ঘ) নতুন সৃষ্টি বলে । ২৯। শক্তির প্রকাশ পায় কিসে ? (ক) ভক্তিতে (খ) ধ্যানে (গ) ক্রিয়াতে (ঘ) আহারে। ৩০। প্রধান ও প্রামান্য উপনিষদ কয়টি ? (ক) ১২টি (খ) ১৩টি (গ) ১৪টি (ঘ) ১৫টি। উত্তর ঃ ১৬(ঘ), ১৭(খ), ১৮(খ), ১৯(ক), ২০(গ), ২১ (খ), ২২ (ক), ২৩(গ), ২৪ (ক), ২৫ (খ), ২৬(ক), ২৭(ক), ২৮(খ), ২৯(গ), ৩০(ক)
×