ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এই সময়ে গীতিকবি সোলায়মান আকন্দ

প্রকাশিত: ০৫:৫১, ৩১ অক্টোবর ২০১৭

এই সময়ে গীতিকবি সোলায়মান আকন্দ

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ের নিভৃতচারী একজন তরুণ গীতিকবি সোলায়মান আকন্দ। ইতোমধ্যে তার লেখা বেশকিছু গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে গীত হওয়ার পর শ্রোতাপ্রিয় হয়েছে। সোলায়মান আকন্দের লেখা গানের এ্যালবামগুলোর মধ্যে ‘তুমি হইলা সৃষ্টিকর্তা’, ‘ডুব’, ‘সূর্য আপন’, ‘শাহীন মিক্সড’ এবং ‘সীমানা পেরিয়ে’সহ আরও বেশ কয়েকটি মিক্সড এ্যালবামে তার লেখা গান রয়েছে। তার উল্লেখ করার মতো কাজ হলো ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে কুমার বিশ্বজিৎ, আদিত্য সন্ন্যাসী এবং জুয়েল মহম্মদের কণ্ঠে গাওয়া গান ‘বাঘ আসছে বাঘ, ঐ আসছে বাঘ ঘুমহীন দিন রাত যাচ্ছে যায় যাক দেব না কাউকে বিজয়ের ভাগ’ শিরোনামের গানের ভিডিও দর্শক মহলে বেশ জনপ্রিয়তা পায়। এছাড়া এটিএন বাংলার ১৫২ পর্বের ধারাবাহিক ‘দাগ’ নাটকের টাইটেল গান লিখেছেন সোলায়মান আকন্দ। নাটক এবং এ্যালবাম ছাড়াও সোলায়মান আকন্দ ‘আহত ফুলের গল্প’ নামের একটি চলচ্চিত্রের জন্য গান লিখেছেন। চলচ্চিত্রটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা অন্ত আজাদ। এ চলচ্চিত্রের শূটিং শেষ পর্যায়ে। চলচ্চিত্রটি বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হবে। পাশাপাশি তিনি ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইল’ নামে নির্মাণাধীন আরও একটি চলচ্চিত্রের জন্য গান লিখেছেন। মাকসুমুল হুদা বাড্ডুর নতুন একটি এক ঘণ্টার নাটকের টাইটেল সং লিখেছেন সোলায়মান আকন্দ। একই পরিচালকের সুর ও সঙ্গীত পরিচালনায় সোলায়মানের লেখা একটি গান কণ্ঠ দেবেন ওপার বাংলার পৃথা মজুমদার। এছাড়া শহীদ মাহমুদের সুর সঙ্গীতে আরও কিছু এ্যালবামের জন্য গান লেখার কাজ চলছে। গানের সঙ্গে পথ চলতে গিয়ে অনেক ব্যক্তির স্নেহ ও ভালবাসা পেয়েছেন সোলায়মান আকন্দ। তার মধ্যে অন্যতম প্রয়াত শিল্পী লাকী আখন্দ, সুরকার আলী আকবর রুপু, মাকসুমুল হুদা বাড্ডু, শহীদ মাহমুদ প্রমুখ। তাদের কাছে বিশেষ কৃতজ্ঞ তিনি। সঙ্গীতকে ভালবেসে গানের সঙ্গে নিজের জীবনকে জড়িয়ে নিয়েছেন সোলায়মান আকন্দ। স্বপ্ন দেখেন একদিন নিজের লেখা গান দিয়ে ছুঁয়ে দেবে সবার মন। ভাল ভাল গান রচনার মাধ্যমে সোলায়মান পৌঁছে যাবেন তার স্বপ্নের দোর গোড়ায়। সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সোলায়মান আকন্দের জন্য শুভ কামনা।
×