ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গীতাঞ্জলি ললিতকলা একাডেমির ত্রয়োদশ বর্ষপূর্তি উৎসব

প্রকাশিত: ০৫:৫০, ৩১ অক্টোবর ২০১৭

গীতাঞ্জলি ললিতকলা একাডেমির ত্রয়োদশ বর্ষপূর্তি উৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ ‘শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক’ স্লোগানে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার ত্রয়োদশ বর্ষপূর্তি উৎসব উপলক্ষে সম্প্রতি তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। উত্তরা স্কিটি অডিটরিয়ামে আয়োজিত উৎসবের উদ্বোধনী দিন ২৭ অক্টোবর শুক্রবার দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সৈয়দ হাসান ইমাম, সমরজিৎ রায় চৌধুরী ও হাসান আজিজুল হককে ‘গীতাঞ্জলি সম্মাননা পদক-২০১৭’ প্রদান করা হয়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ, গীতাঞ্জলির উপদেষ্টা এমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান বিপিএম বার ও সম্মাননা অর্থ স্পন্সরকারী প্রতিষ্ঠান কালাম স্যুয়েটার্স ও এ্যাপোলো ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তা ট্রেসি ক্যালহন, অটম পেটারসন এবং এলেনা নরডম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখে গীতাঞ্জলি ললিতকলা একাডেমির পরিচালক (প্রধান নির্বাহী) মাহাবুব আমিন মিঠু। আলোচনা ও পদক প্রদান শেষে একাডেমির শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। উৎসবের দ্বিতীয় দিন ২৮ অক্টোবর শনিবার প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডার ট্রাস্টি বেনজীর আহমেদ ও প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। শেষে ছিল বার্ষিক সনদপত্র ও পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘সকাল বেলার পাখি’ শীর্ষক শিশু-কিশোর চিত্র প্রদর্শনী । এ ছাড়া আগামী ১০ নবেম্বর শুক্রবার উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে এ্যাডভোকেট সাহারা খাতুন এমপি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উত্তরার উপ-পুলিশ কমিশনার জয়দেব কুমার ভদ্র প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম। সব শেষে থিয়েটার অঙ্গন প্রযোজিত ‘মুনীর চৌধুরী’ নাটকটি মঞ্চস্থ হবে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রবীর দত্ত। প্রসঙ্গত, গীতাঞ্জলি ললিতকলা একাডেমি গত এক যুগের বেশি সময় ধরে কোমলমতি শিশু-কিশোরসহ সব বয়সী শিক্ষার্থীকে সাংস্কৃতিক শিক্ষার পাশাপাশি প্রতিভা বিকাশের লক্ষ্যে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠান থেকে ২০০৪-২০১৬ সাল পর্যন্ত যে সব বরেণ্যকে গীতাঞ্জলি পদক প্রদান করা হয়েছে তারা হলেন কবীর চৌধুরী, আব্দুল মতিন, আলাউদ্দিন আল আজাদ, রফিকুল ইসলাম, আনিসুজ্জামান, জিল্লুর রহমান সিদ্দিকী, সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ শামসুল হক, মুস্তাফা নূরউল ইসলাম, আহমেদ রফিক, সুধীন দাশ, কামাল লোহানী, মুস্তাফা মনোয়ার, হাশেম খান, রামেন্দু মজুমদার, আসাদ চৌধুরী, রফিকুন নবী, সুলতানা কামাল, রাবেয়া খাতুন, বেগম মমতাজ হোসেন, সেলিনা হোসেন, সুভাষ দত্ত, এনামুল হক, এম এ আউয়াল, মাহ্ফুজুর রহমান এবং ইমদাদুল হক মিলন।
×