ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ৭শ’ রোগীকে চিকিৎসা প্রদান

প্রকাশিত: ০৫:৪৬, ৩১ অক্টোবর ২০১৭

মুন্সীগঞ্জে ৭শ’ রোগীকে চিকিৎসা প্রদান

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ পৌর এলাকার কাটাখালীতে ৭ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ কলেজ মাঠে এ চিকিৎসা দেয়া হয়। মুন্সীগঞ্জ কলেজ মাঠে এর উদ্বোধনী করেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন রামপাল কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান, সাবেক সনাক সভাপতি মুন্সীগঞ্জ খালেদা খানম, সরকারী হরগঙ্গা কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাজমুন নাহার, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি শাহজাহান গাজী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশেনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ঢালী ও মুন্সীগঞ্জ কলেজের সমন্বয়ক হাসান রোমান। এতে সভাপতিত্ব করেন আবু সাত্তার মুন্সী। বিনামূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা সম্মিলিত কল্যাণ সংস্থা মুন্সীগঞ্জ ও ব্র্যাক যৌথভাবে আয়োজন করে।
×