ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাগেরহাটের জেলা রেজিস্ট্রার গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৬, ৩১ অক্টোবর ২০১৭

বাগেরহাটের জেলা রেজিস্ট্রার গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ময়মনসিংহের ভালুকায় প্রায় ১০ একর সরকারী জমি অনিয়মের মাধ্যমে দলিল সম্পন্ন করায় বাগেরহাট জেলা রেজিস্ট্রার ফজলার রহমানকে গ্রেফতার করেছে দুদক। সোমবার বিকেলে দুদকের সহকারী পরিচালক মাহতাব উদ্দিনের নেতৃত্বে বাগেরহাট জেলা রেজিস্ট্রি অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০১৩ সালে ফজলার রহমান ভালুকার সাবরেজিস্ট্রার থাকাকালীন এই দুর্নীতি করেন। রবিবার ময়মনসিংহের সহকারী পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে ফজলার রহমানের নামে ভালুকা থানায় মামলা দায়ের করেন। খুলনা দুদকের সহকারী পরিচালক মাহতাব উদ্দিন জানান, ভালুকা থানায় দুদুকের দায়ের করা মামলায় ফজলার রহমানকে গ্রেফতার করা হয়। পরে বাগেরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে প্রেরণ করা হয়।
×