ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুরোহিত প্রশিক্ষণ

প্রকাশিত: ০৫:৪২, ৩১ অক্টোবর ২০১৭

পুরোহিত প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ অক্টোবর ॥ সোমবার বিকেলে নওগাঁ সেবাশ্রম সংঘে ‘ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত, সেবাইত দক্ষতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘হিন্দু আইন ও পূজা পদ্ধতি’ বিষয়ে ষষ্ঠ পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন হয়েছে। এবার ছয়টি ব্যাচে ২৫ জন করে মোট ১৫০ জন পুরোহিত-সেবাইতকে তিন দিন করে প্রশিক্ষণ দেয়া হয়। রাজশাহীর এসআরএসসিপিএস কার্যক্রমের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা সিধেন চন্দ্র সিংহের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোঃ শাহনেওয়াজ। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এসআরএসসিপিএস কার্যক্রম এ কর্মসূচীর আয়োজন করে। কৃষি উপকরণ বিতরণ সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৩০ অক্টোবর ॥ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কার্যক্রমের আওতায় ১ হাজার ৫ শ’ ৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষক প্রতি ১ কেজি করে বাড়ি সরিষা বীজ, ডিএপি ২০ কেজি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নির্বাহী অফিসার এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্ ও মুক্তিযোদ্ধা ইকরামুল হক প্রমুখ।
×