ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো - খবর

প্রকাশিত: ০৫:৪২, ৩১ অক্টোবর ২০১৭

টুকরো - খবর

প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ করায়.. স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রতিবন্ধী পুত্র সন্তান জন্মগ্রহণ করায় গত চার বছর ধরে স্ত্রী ও সংসারের খোঁজখবর নেয়া বন্ধ করে দিয়েছেন স্বামী মাসুম হাওলাদার। উপায়ান্তর না পেয়ে একমাত্র কন্যা ও প্রতিবন্ধী পুত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন অসহায় গৃহবধূ নুপুর বেগম। ঘটনাটি বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরত্তোমপুর গ্রামের। গৃহবধূ নুপুর বেগমের মা আকলিমা বেগম জানান, তার কন্যা নুপুরকে সামাজিকভাবে মাসুম হাওলাদারের সঙ্গে বিয়ে দেয়া হয়। তাদের সংসারে প্রথমে একটি কন্যা সন্তান ও পরবর্তীতে গত সাত বছর পূর্বে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। নুপুর বেগম জানান, বিয়ের পর থেকে কন্যা সন্তান জন্মগ্রহণের পরেও তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল। এরইমধ্যে প্রতিবন্ধী পুত্র সন্তান জন্মগ্রহণের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসে। ক্রমেই সংসার ও ছেলেমেয়েদের খোঁজখবর নেয়া বন্ধ করে দেয় তার স্বামী মাসুম হাওলাদার। চরম অশান্তির মাঝেও প্রতিবন্ধী ছেলে রাকিব হাওলাদারকে নিয়ে তিনবছর স্বামীর সংসারে ছিলেন অসহায় নুপুর বেগম। একপর্যায়ে উপায়ান্তর না পেয়ে গত চার বছর ধরে একমাত্র মেয়ে ও প্রতিবন্ধী পুত্রকে নিয়ে নরত্তোমপুর গ্রামের মায়ের কাছে আশ্রয় নিয়েছেন নুপুর। সেই থেকে আজ পর্যন্ত মায়ের কাছেই ছেলেমেয়েকে নিয়ে আশ্রিত রয়েছেন নুপুর বেগম। শারীরিক প্রতিবন্ধী রাকিব বর্তমানে সাত বছরে পা দিলেও এখনও সে নিজের ইচ্ছায় বিছানা থেকে উঠতে ও বসতে পারে না। বাকৃবিতে এলাকাবাসীর বিক্ষোভ বাকৃবি, সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিক্ষোভ করেছে পার্শ্ববর্তী বয়ড়া এলাকাবাসী। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক এলাকা সংলগ্ন সড়কে অটোরিক্সা চলাচলের অনুমতি প্রদানের দাবিতে সোমবার দুপরে বিক্ষোভ করে এলাকাবসী। জানা যায়, পার্শ্ববর্তী বয়ড়া এলাকার দুই শতাধিক লোক ৫০-৬০টি অটো নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঢুকে পড়ে। পরে তারা প্রশাসন ভবনের সামনে অটোরিক্সা দাঁড় করিয়ে রেখে বিক্ষোভ করে। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসের বেপরোয়া অটোরিক্সা চলাচলের ফলে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে প্রায় একমাস বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রধান ফটক হয়ে ক্যাম্পাসের একাডেমিক ভবন ও আবাসিক এলাকা সংলগ্ন রাস্তায় অটোরিক্সা চলাচল বন্ধ করে দেয়। এ সময় বিকল্প সড়ক হিসেবে প্রধান ফটক থেকে জব্বার মোড় হয়ে শেষমোড় পর্যন্ত সড়কটি ব্যবহার করার নির্দেশ দেয়। এলাকাবাসীর দাবি বিশ্ববিদ্যালয় সড়ক ও জনপদ বিভাগের রাস্তাটি বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দিয়েছে। হত্যার অভিযোগে প্রেমিকা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩০ অক্টোবর ॥ প্রেমিককে হত্যার অভিযোগে তৃষ্ণা রানী ম-ল নামের এক স্কুলছাত্রীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। তৃষ্ণা মদনপুর ইউনিয়নের সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। তার বাবার নাম পরিমল ম-ল। বাউফল সদর ইউনিয়নের গোসিংগা আফছেরের গ্যারেজ এলাকায় তার বাড়ি। এক বছর আগে ফেসবুকের মাধ্যমে তৃষ্ণা রানীর সঙ্গে পরিচয় হয় পাশ্ববর্তী দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর গ্রামের জিতু ব্যাপারীর কলেজ পড়ুয়া ছেলে জীবন ব্যাপারীর সঙ্গে। এরপর মোবাইল ফোনে তাদের সঙ্গে কথাবার্তা হত। একপর্যায়ে তারা দুজন প্রেমে জড়িয়ে পড়েন। তৃষ্ণা জানান, পরিচয়ের পর প্রেমিক জীবনের সঙ্গে তার কয়েকবার দেখা হয়েছে। সর্বশেষ শনিবার রাতে জীবন তার সঙ্গে দেখা করতে বাড়িতে আসেন এবং রবিবার ভোর রাতে তিনি নিজ বাড়িতে যাওয়ার পথে খুন হন। মাদারীপুরে তিন প্রতারক আটক নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩০ অক্টোবর ॥ মোবাইল ফোনে জিনের বাদশা, পীর-দরবেশ বা সাধু সন্ন্যাসী সেজে লটারির লোভ বা ভয় দেখিয়ে অর্থ আদায়কারী প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় স্বর্ণ বলে প্রচারিত ২২টি পিতলের সরঞ্জাম, ২টি ল্যাপটপ, ২৩টি মোবাইল ফোন, ৮১টি সীম কার্ড ও ৪ লাখ ও ৭৮ হাজার ৪শ’ টাকা, বিভিন্ন ব্যাংকের চেক জব্দ করা হয়। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বটতলা এলাকা থেকে রবিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চতলারপাড় গ্রামের রাসেল মিয়া ও একই গ্রামের শাকিল মাতুব্বর এবং উপজেলার পাতরাইল গ্রামের সামসু মাতুব্বর। সোমবার দুপুরে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির মোবাইলে কল দিয়ে জিনের বাদশা পরিচয় দেয় এই চক্রের সদস্যরা। এমনকি কখনও সাধু সন্ন্যাসী সেজে বিভিন্ন রোগের চিকিৎসার কথা বলে প্রতারণার মাধ্যমে নারী ও সমাজের নিম্ন আয়ের মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।
×