ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাংবাদিক নেতাকে হত্যার চেষ্টা ॥ গ্রেফতার ১

প্রকাশিত: ০৫:৪১, ৩১ অক্টোবর ২০১৭

সাংবাদিক নেতাকে হত্যার চেষ্টা ॥ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি কাজী শাহেদকে আগ্নেয়াস্ত্র হাতে ধাওয়া ও হত্যার চেষ্টা করা হয়েছে। রবিবার রাত ১২টার দিকে নগরীর অলোকার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবদুল কাজিম ওরফে বাবু নামের ওই হামলার চেষ্টাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বাবুর বিরুদ্ধে রাতেই নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন সাংবাদিক কাজী শাহেদ। সোমবার সকালে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ঘটনার সময় তিনি অলোকার মোড় থেকে তার এক আত্মীয়ের সঙ্গে একই মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে পিস্তল হাতে নিয়ে তাকে হত্যার উদ্দেশে ধাওয়া করে বাবুসহ তার এক সহযোগী। পরে শাহেদ তার বাড়ির কাছে গিয়ে নগর পুলিশ কর্মকর্তাদের অবহিত করেন। এরপর পুলিশ গিয়ে বাবুকে আটক করে। তবে তার সহযোগী অপর একজন পালিয়ে যায়। পরে তিনি বাদী হয়ে থানায় মামলা করেন। এদিকে রাজশাহীর এই সাংবাদিক নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে ফুঁসে উঠেছে রাজশাহীর সাংবাদিক সমাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উঠেছে প্রতিবাদের ঝড়। তারা সবাই হামলাকারীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন রাজশাহীর সাংবাদিকরা।
×