ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রহস্য উন্মোচনে মর্গে রাত পার

প্রকাশিত: ০৫:৪১, ৩১ অক্টোবর ২০১৭

রহস্য উন্মোচনে মর্গে রাত পার

মোনালিসার রহস্যময় হাসি ফুটিয়ে তোলার জন্য লাশকাটা ঘরে অনেক রাত কাটিয়েছেন লিওনার্দো দ্যা ভিঞ্চি। মার্কিন লেখক ওয়াল্টার আইজ্যাকসনের সম্প্রতি প্রকাশিত ‘লিওনার্দো দ্যা ভিঞ্চি: এ্যা বায়োগ্রাফি’ বইতে এমন দাবি করা হচ্ছে। ষোলো শতকের শুরুর দিকে মোনালিসা এঁকেছিলেন ভিঞ্চি। চিত্রকর্মটি ঘিরে আজও আলোচনার শেষ নেই। এসব আলোচনার অন্যতম বিষয় হলো মোনালিসার রহস্যময় হাসি। লেখক ওয়াল্টার ওয়াশিংটন ডিসিভিত্তিক শিক্ষা ও নীতি গবেষণা সংস্থা এ্যাসপেনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী। তিনি সিএনএনের প্রধান নির্বাহী এবং টাইম ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদকও ছিলেন। ওয়াল্টার আইজ্যাকসন তার বইয়ে লেখেন, মোনালিসা আঁকার সময় মানুষের হাসির উৎস জানতে একপ্রকার মরিয়া হয়ে উঠেছিলেন ভিঞ্চি। বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি হাসপাতালের লাশকাটা ঘরকে বেছে নিয়েছিলেন। বইটির প্রকাশক প্রতিষ্ঠান সাইমন এ্যান্ড সুস্টার বলেছে, মোনালিসার নিখুঁত হাসি আঁকার সময় ভিঞ্চি ইতালির ফ্লোরেন্স শহরের সান্তা মারিয়া নুভা হাসপাতালের লাশকাটা ঘরে অনেক রাত কাটিয়েছেন। লাশের মুখে ত্বকের নিচে থাকা পেশি ও স্নায়ুগুলো পরীক্ষা-নিরীক্ষা করেছেন। পেশিগুলোর নিয়ন্ত্রণকারী প্রতিটি স্নায়ুর উৎস সম্পর্কে নিশ্চিত হতে প্রতিটি নড়াচড়া বিশ্লেষণ করেন তিনি। -এনডিটিভি
×