ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রণদা প্রসাদ সাহার জন্মজয়ন্তী আজ

প্রকাশিত: ০৫:৪১, ৩১ অক্টোবর ২০১৭

রণদা প্রসাদ সাহার জন্মজয়ন্তী আজ

নিরঞ্জন পাল, মির্জাপুর ॥ আজ মঙ্গলবার এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার ১২১তম জন্মজয়ন্তী। দিবসটি উপলক্ষে উপজেলাবাসী কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমস নানা কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে প্রভাত ফেরি, রণদার প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভারতেশ্বরী হোমসের মেয়েদের ডিসপ্লে প্রদর্শন। রণদার জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার বিকেলে স্থানীয় রণদা নাট মন্দিরে এলাকাবাসীর পক্ষ থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দানবীর রণদা প্রসাদ সাহার পৌত্র কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। সন্ধায় ভারতেশ্বরী হোমসের মেয়েদের ডিসপ্লে প্রদর্শন শেষে ডাইনিং রুমে জন্মদিনের কেক কাটা হবে। এ ছাড়া জন্মজয়ন্তী উপলক্ষে সকাল ৬টায় এলাকাবাসী রণদা জন্মজয়ন্তী উদযাপন কমিটি, কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী নার্সিং স্কুল এ্যান্ড কলেজ ও ভারতেশ্বরী হোমসের পক্ষ থেকে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। প্রার্থনা শেষে রণদার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। অন্যদিকে দিবসটি উপলক্ষে কুমুদিনী হাসপাতালে রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে বলে হাসপাতালের পরিচালক ডাঃ দুলাল চন্দ্র পোদ্দার জানিয়েছেন। দানবীর রণদা প্রসাদ সাহা ১৮৯৬ সালের ৩০ অক্টোবর উত্থান একাদশী তিথিতে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্র নাথ সাহা ও মাতার নাম কুমুদিনী দেবী। মাত্র ৭ বছর বয়সে তিনি মমতাময়ী মা কুমুদিনীকে হারান। অর্থের অভাবে মায়ের চিকিৎসা করাতে পারেননি রণদা। বিনা চিকিৎসায় মারা যান কুমুদিনী। স্বচক্ষে মায়ের মৃত্যু দেখে শিশু রণদা সেইদিন প্রতিজ্ঞা করেছিলেন ‘আমার মায়ের মত কারও মাকে বিনা চিকিৎসায় মরতে দেবনা’। তার প্রতিজ্ঞার ফলশ্রুতিতে উপজেলায় গড়ে উঠে ৭৫০ বেডের কুমুদিনী হাসপাতাল। এছাড়া নারীশিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমস, টাঙ্গাইলে কুমুদিনী মহিলা কলেজ, মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ ও কুমুদিনী নার্সিং স্কুল এ্যান্ড কলেজসহ বহু প্রতিষ্ঠান মানুষের কল্যাণে প্রতিষ্ঠা করে গেছেন মানবসেবক রণদা প্রসাদ সাহা।
×