ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রূপা হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৫:৩৯, ৩১ অক্টোবর ২০১৭

রূপা হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাস থেকে ফেলে রূপা খাতুন হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছে এই মামলায় অভিযুক্ত ও জেল হাজতে থাকা আসামি পরিবারের সদস্য ও স্বজনেরা। সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, পুলিশী তদন্তে বগুড়া থেকে ময়মনসিংহের দিকে ছেড়ে আসা নিরাপদ ছোয়া পরিবহনের চালক ও হেলপার রূপা হত্যায় জড়িত থাকার কথা বলা হলেও আসলে ঘটনা ঘটেছে একই রুটে চলাচলকারী মুক্তা পরিবহন বাস সার্ভিসে। এই ঘটনার প্রত্যক্ষ স্বাক্ষী হচ্ছেন ময়মনসিংহ সদরের কিসমত গ্রামের পরিবহন শ্রমিক বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন ছিলেন সেদিন বগুড়া ময়মনসিংহ রুটে চলাচলকারী মুক্তা পরিবহন নামের বাসের যাত্রী। তার সামনেই রূপা খাতুন চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে। ঘটনার পর যাত্রী বিল্লাল বাসটি থামাতে বললে বাসের সুপারভাইজার দানেশ চালককে চালিয়ে যেতে বলে। ঘটনার পর থেকে মুক্তা পরিবহন সার্ভিসের হেলপার ও চালকেরা বেশ কয়েকদিন পলাতক ছিল।
×