ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগামী নির্বাচনে শেখ হাসিনাই বিজয়ী হবেন ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৩৯, ৩১ অক্টোবর ২০১৭

আগামী নির্বাচনে শেখ হাসিনাই বিজয়ী হবেন ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাই বিজয়ী হবেন এমন দৃঢ় আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এই দেশ আর কোনদিন একাত্তরের ঘাতকের দ্বারা শাসিত হবে না। এটা করতে দেয়া হবে না। আগামী বাংলাদেশ হবে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ এবং জনগণের বাংলাদেশ। সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন। তাই জনগণ আগামী নির্বাচনে উন্নয়নের পক্ষে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবে। এ দেশের শাসন ক্ষমতা কোনভাবেই রাজাকারদের হাতে যেতে দেয়া হবে না। মোহাম্মদ নাসিম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচন সামনে আসছে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। এর কোন বিকল্প নেই, বিকল্প হবে না। নির্বাচনে জনগণ ভোট দেবে। যাকে খুশি তাকে ভোট দেবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। নির্বাচনে কে আসবে, কে আসবে- এটা সেই দলের নিজস্ব ব্যাপার। এটা জনগণের কোন ব্যাপার নয়। দেশেরও কোন ব্যাপার নয়। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন হবে দাবি করেন মোহাম্মদ নাসিম বলেন, তাঁর নেতৃত্বে আমরা দেশ পরিচালনা করে কৃষক, শ্রমিক ও বাংলার জনগণকে উন্নয়নের সোপানে নিয়ে যাচ্ছি। গ্রামে-গঞ্জে কৃষকের কাছে সার পৌঁছে দিয়েছি, স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছি। প্রধানমন্ত্রী শত ষড়যন্ত্র মোকাবেলা করে চ্যালেঞ্জ গ্রহণ করে পদ্মা সেতুর কাজ গ্রহণ করেছেন, জঙ্গী দমন করেছেন। তাই ইনশাল্লাহ আগামী নির্বাচনে শেখ হাসিনা বিজয়ী হবেন। আগামী বাংলাদেশ আবার হবে আওয়ামী লীগের বাংলাদেশ, হবে মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং জনগণের বাংলাদেশ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে আগস্ট মাসে। এ তিন মাস ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে। সব কিছুর পর যখন স্বাভাবিক পরিস্থিতি এসেছে তখন তিনি (খালেদা জিয়া) রোহিঙ্গাদের প্রতি দরদ দেখাতে কক্সবাজার গেছেন। এত যদি দরদ থাকত তাহলে আগে এলেন না কেন? তিনি বলেন, খালেদা জিয়া দেশে না ফিরে লন্ডনে বসে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বসে ষড়যন্ত্র করেছে। কার সঙ্গে বসে দেশবিরোধী কী ষড়যন্ত্র করেছেন জাতি তা জানতে চায়। কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শামসুল হক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সাখাওয়াত হোসেন সুইট প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কুমার দে।
×