ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘুষ নেয়ার দায়ে ২ সার্ভেয়ারের কারাদন্ড

প্রকাশিত: ০৫:৩৯, ৩১ অক্টোবর ২০১৭

ঘুষ নেয়ার দায়ে ২ সার্ভেয়ারের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩০ অক্টোবর ॥ জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার দুই সার্ভেয়ারকে ঘুষ নেয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, ভাঙ্গায় সরকারী অধিগ্রহণের জমির টাকা পাইয়ে দেয়ার নাম করে দুই ব্যক্তির কাছ থেকে ঘুষ নেন জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার খলিলুর রহমান ও আতিকুর রহমান। রবিবার বিকেল ৫টার দিকে শহরের ঝিলটুলী এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ে এলএ শাখার দুজন কর্মচারী ঘুষের টাকা গ্রহণকালে গোপন সংবাদের ভিক্তিতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মতিয়ার রহমান সেখানে অভিযান চালান। এ সময় সেখানে তিন লাখ টাকাসহ হাতেনাতে সার্ভেয়ার খলিলুর রহমান ও আতিকুর রহমানকে আটক করা হয়। পরে ঘুষ নেয়ার অপরাধে রবিবার রাতে আদালত বসিয়ে দুজনকেই ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিয়ার রহমান জানান, দুই সার্ভেয়ারকে নগদ তিন লাখ টাকাসহ আটক করা হয়।
×