ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জিম্বাবুইয়ের বড় সংগ্রহ

প্রকাশিত: ০৫:৩৫, ৩১ অক্টোবর ২০১৭

জিম্বাবুইয়ের বড় সংগ্রহ

স্পোর্টস রিপোর্টার ॥ হ্যামিল্টন মাসাকাদজার সেঞ্চুরির ওপর ভর করে বুলাওয়ে টেস্টের প্রথম ইনিংসে মোটামুটি বড় স্কোরই গড়েছে জিম্বাবুইয়ে। ১০৯.১ ওভারে অলআউট হওয়ার আগে স্বাগতিকদের সংগ্রহ ৩২৬ রান। প্রথম দিনেই ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেয়া মাসাকাদজা কাল আউট হয়েছেন ১৪৭ রান করে। লেগস্পিনার দেবেন্দ্র বিশুর বলে শন ডরিখের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মূলত মাসাকাদজার সেঞ্চুরি আর পিটার মুর ও সিকান্দার রাজার কার্যকর দুটি হাফ সেঞ্চুরির সৌজন্যে চ্যালেঞ্জিং স্কোর পায় গ্রায়েম ক্রেমারের দল। মুর ৫২ ও রাজা দ্বিতীয় সর্বোচ্চ ৮০ রান করে আউট হন। কেমার রোচ ৩, শ্যানন গ্যাব্রিয়েল ও বিশু নিয়েছেন ২টি করে উইকেট। জবাবে সোমবার দ্বিতীয় দিন (তৃতীয় সেশন) এ রিপোর্ট লেখার সময় বিনা উইকেটে ৫৩ রান তুলে নিয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজও ভাল শুরু করেছে। দীর্ঘ ১৪ বছর পর জিম্বাবুইয়ে সফরে ইতোমধ্যে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে জেসন হোল্ডারের উইন্ডিজ। যদিও মর্যাদার ইংলিশ কাউন্টির সঙ্গে চুক্তি বাতিল করে অনেক দিন পর জাতীয় দলে ফিরে আলোচনায় সাবেক জিম্বাবুইয়ে অধিনায়ক ব্রেন্ডন টেইলর ও পেসার কাইল জার্ভিস। প্রথম ইনিংসে মাত্র ১ রান করে রোচের শিকারে পরিণত হন টেইলর। প্রধান কোচ হিসেবে হিথ স্ট্রিক এবং আরেক সাবেক তারকা তাতেন্দা তাইবু বোর্ডের গুরুত্বপূর্ণ পদে ফেরায় বিশ্ব ক্রিকেটে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে জিম্বাবুইয়ে।
×