ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উত্তরায় রাজউকের উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৫:৩৩, ৩১ অক্টোবর ২০১৭

উত্তরায় রাজউকের উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার ॥ আবাসিক এলাকায় বাণিজ্যিক ব্যবহার বন্ধ ও সকল অবৈধ স্থাপনা সরাতে রাজধানীর উত্তরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে উত্তরার সোনারগাঁও-জনপথ রোডে রাজউকের বিভিন্ন প্লটে অবৈধভাবে পরিচালিত কাঁচা ও আধাপাকা স্টেশনারি ও ফার্নিচারের দোকান, খাবারের হোটেল, গ্লাসের দোকানসহ প্রায় এক শ’ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে উত্তরা মডেল টাউন কাঁচাবাজারের অবৈধ দোকানপাট রয়েছে। সোমবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও-জনপথ রোডের ৫৯ নম্বর প্লটের আংশিক অংশে পরিচালিত ‘ক্যাফে আমন্ত্রণ’ নামে একটি রেস্তরাঁ এবং ৫৯ নম্বর প্লটের বাকি অংশ থেকে ৬১ নম্বর প্লট পর্যন্ত উত্তরা মডেল টাউন কাঁচাবাজারের প্রায় ৭০ থেকে ৮০টি অবৈধ দোকান উচ্ছেদ করে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ৪৩, ৪৫, ৪৭, ৪৯, ও ৫৭ নম্বর প্লটে অবৈধভাবে পরিচালিত প্রায় ২০টি কাঁচা ও আধাপাকা ফার্নিচারের দোকান, খাবারের হোটেল, গ্লাসের দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ কার্যক্রমে রাজউকের জোন-২ (উত্তরা, টঙ্গী, গাজীপুর) এর পরিচালক আনন্দ কুমার বিশ্বাস, অথরাইজড অফিসার আশরাফুল ইসলাম, সহকারী অথরাইজড অফিসার তামান্না বিনতে রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা সহায়তা প্রদান করে।
×