ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রথম মারমা ব্যারিস্টার

প্রকাশিত: ০৫:৩৩, ৩১ অক্টোবর ২০১৭

প্রথম মারমা ব্যারিস্টার

পার্বত্য জেলার এগারো আদিবাসী সম্প্রদায়ের একটি মারমা। এই মারমা সম্প্রদায় থেকে প্রথম ব্যারিস্টার হলেন বান্দরবান জেলার সন্তান বোচ হাই। ২০১২-১৬ সেশন শেষে অস্ট্রেলিয়ার মেলবোর্নের লা ট্রব ইউনিভার্সিটি থেকে বার-এ্যাট-ল (ব্যারিস্টার) ডিগ্রী লাভ করেন মারমা সম্প্রদায়ের প্রথম বোচ হাই। তিনি, বর্তমানে বোচ হাই অস্ট্রেলিয়ার সুপ্রীমকোর্ট অব ভিক্টোরিয়াতে কাজ করছেন। দাদা মেসেহ মাস্টারের অনুপ্রেরণায় স্কুল থেকে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখেন বোচ হাই। তার জন্ম বান্দরবানের উজানিপাড়ায়, বাবা বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মার্মা। মা কিকিএ গৃহিণী । ২০০৫ সালে কুমিল্লার ইস্পাহানি স্কুল এ্যান্ড কলেজ থেকে তিনি এসএসসি, ২০০৭ সালে ঢাকার নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০০৮ সালে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ডিপ্লোমা কোর্স শেষ করেন। ২০১০ সালে একই ইনস্টিটিউশন থেকে এলএলবি কোর্স শেষে আইন বিষয়ে পড়াশোনা করতে অস্ট্রেলিয়া যান। এ ব্যাপারে বোচ হাই বলেন, ভবিষ্যতে তিনি নিজের অবস্থান থেকে তিন পার্বত্য জেলা তথা দেশের কল্যাণে কাজ করবেন। সোমবার সকালে বোচ হাইকে বান্দরবান প্রেসক্লাবে ফুলের শুভেচ্ছা জানান ক্লাব সভাপতিসহ অন্য সদস্যরা। এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন । বোচ হাই উপস্থিত সাংবাদিকদের মাঝে পাহাড়ের প্রথাগত আইনের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। -নিজস্ব সংবাদদাতা বান্দরবান থেকে
×