ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেষ ষোলো নিশ্চিতের মিশন

প্রকাশিত: ০৫:৩১, ৩১ অক্টোবর ২০১৭

শেষ ষোলো নিশ্চিতের মিশন

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে দারুণ ছন্দে আছে তিন পরাশক্তি বার্সিলোনা, প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ও ম্যানচেস্টার ইউনাইটেড। তিনটি দলই গ্রুপ ম্যাচে এ পর্যন্ত শতভাগ সাফল্য পেয়েছে। জিতেছে নিজেদের খেলা তিনটি করে ম্যাচই। আজ রাতে আবারও মাঠে নামছে দলগুলো। নিজ নিজ ম্যাচে জয় পেলেই নকআউট পর্ব অর্থাৎ শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে এই পরাশক্তিদের। এ লক্ষ্যে ‘ডি’ গ্রুপে বার্সিলোনার প্রতিপক্ষ স্বাগতিক গ্রীসের ক্লাব অলিম্পিয়াকোস। গ্রুপের আরেক ম্যাচে পর্তুগালের স্পোটিং সিপির বিরুদ্ধে খেলবে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ‘এ’ গ্রুপে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ পর্তুগালের বেনফিকা। নিজেদের মাঠ ওল্ডট্রাফোর্ডে খেলবে জোশে মরিনহোর দল। গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের এফসি বাসেল ও রাশিয়ার সিএসকেএ মস্কো। ‘বি’ গ্রুপে নিজেদের মাঠ প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে পিএসজি আতিথ্য দেবে বেলজিয়ামের আন্ডারলেচটকে। গ্রুপের আরেক ম্যাচে স্কটল্যান্ডের সেল্টিকের আতিথ্য নেবে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ। ‘সি’ গ্রুপে শীর্ষে থাকা চেলসির জয়ে ফেরার মিশন। এ লক্ষ্যে ব্লুজদের প্রতিপক্ষ স্বাগতিক ইতালিয়ান ক্লাব এএস রোমা। গ্রুপের অপর ম্যাচে স্পেনের এ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে খেলবে আজারবাইজানের কারাবাগের বিরুদ্ধে। নিজেদের সবশেষ ম্যাচে দশজন নিয়ে খেলেও বার্সিলোনা ৩-১ গোলে হারায় গ্রীসের ক্লাব অলিম্পিয়াকোসকে। এবার ফিরতি লেগে গ্রীসে খেলতে গেছেন লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তারা। পর্তুগালের স্পোর্টিং সিপিকে ঘাম ঝরিয়ে ২-১ গোলে হারায় জুভেন্টাস। এবার পর্তুগীজ ক্লাবটির মাঠে পরীক্ষা বুফনদের। চার তারকা ফুটবলার নেইমার, এডিনসন কাভানি, কিলিয়ান এমবাপে ও এ্যাঞ্জেল ডি মারিয়ার নৈপুণ্যে পিএসজি নিজেদের শেষ ম্যাচে ৪-০ গোলে হারায় বেলজিয়ামের ক্লাব আন্ডালেচটকে। এবার নিজেদের মাঠে বেলজিক ক্লাবের বিরুদ্ধে আরও বড় জয়ের লক্ষ্যে নিজেদের প্রস্তুত করছেন নেইমার, কাভানিরা। একই গ্রুপে বেয়ার্ন মিউনিখ ৩-০ গোলে সেল্টিকের বিরুদ্ধে জয় পায়। এবার ফিরতি লেগে সেই সাফল্য ধরে রাখার পালা। ‘এ’ গ্রুপে টানা তিন জয়ের পথে ম্যানইউ ১-০ গোলে হারায় পর্তুগালের বেনফিকাকে। এবার তাদেরকে নিজেদের মাঠে আতিথ্য দিচ্ছে রেড ডেভিলসরা। ‘সি’ গ্রুপের সবশেষ দু’টি ম্যাচই ড্র হয়। লন্ডনের স্টামফোর্ড ব্রিজে চেলসি দুই গোলে এগিয়ে যেয়েও ৩-৩ গোলে ড্র করে ইতালিয়ান ক্লাব এএস রোমার সঙ্গে। এবার রোমার মাঠে ব্লুজদের অগ্নিপরীক্ষা। আগের লেগে কারাবাগের মাঠে গোলশূন্য ড্র করে ফেরে স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদ। এবার ঘরের মাঠে সেই হতাশা দূর করার লক্ষ্য দিয়াগো সিমিওনের দলের। চলতি মৌসুমে সময়টা ভাল যাচ্ছে না এ্যাটলেটিকোর। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচের একটিতে হার ও অপরটিতে ড্র করার পর তৃতীয় ম্যাচেও হতাশ করে তারা।
×