ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাঠেই মূত্রত্যাগ অতঃপর লালকার্ড!

প্রকাশিত: ০৫:৩১, ৩১ অক্টোবর ২০১৭

মাঠেই মূত্রত্যাগ অতঃপর লালকার্ড!

স্পোর্টস রিপোর্টার ॥ প্রকৃতির ডাক তো আর বলে কয়ে আসে না! কিন্তু খেলা চলাকালীন এই ডাক এলে কী করণীয়? তাই বলে মাঠেই মূত্রত্যাগ করবেন! শনিবার এমনই এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। তবে এর পরিণতিও ভাল হয়নি। মাঠেই মূত্রত্যাগের দায়ে গোলরক্ষককে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। শনিবার ইংল্যান্ডের জাতীয় লীগের ম্যাচের ঘটনা এটি। ব্র্যাডফোর্ড পার্কে হচ্ছিল ম্যাচটি। ম্যাচের ৮৭তম মিনিটে হঠাৎ করেই প্রস্রাবের বেগ চাপে স্যালফোর্ড সিটির গোলরক্ষক ম্যাক্স ক্রোমবের। সেই বেগ চেপে রাখতে না পেরে গোলপোস্টের বাইরেই মূত্র ত্যাগ করেন তিনি। তা চোখ এড়ায়নি ম্যাচ রেফারির। সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ম্যাক্স ক্রোমবেকে। এরপর ব্র্যাডফোর্ড পার্ক এভিনিউ টুইটারে লিখেছে, ‘আমরা মজা করছি না। কারণ আমরা নিশ্চিত করছি, ম্যাচের সময় মাঠে মূত্রত্যাগ করায় ক্রোমবেকে মাঠের বাইরে পাঠিয়ে দেয়া হয়েছে।’ ম্যাচ শেষে অবশ্য নিজের পক্ষে সাফাই গেয়েছেন সেই গোলরক্ষক। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লেখেন, ‘অনাকাক্সিক্ষত এই ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি তখন খুবই অস্বস্তিকর অবস্থায় ছিলাম এবং ভুল করে ফেলি। উভয় ক্লাব এবং তাদের সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থনা করছি। এমন ভুল আর হবে না।’ ক্রিকেটেও এমন ঘটনা রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন হঠাৎ এমন ডাক পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ম্যাট রেনশো। খেলার মাঝেই মাঠ ছাড়েন তিনি। নিয়ম ভেঙ্গে টয়লেটে যাওয়ায় পরে সময়মতো তাকে ব্যাটিংয়ে নামতে দেয়া হয়নি।
×